সরকারি অনুদান ঘরে ঘরে গিয়ে নয় কেন, প্রশ্ন রুবেলের

ছবি: ছবিঃ- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
করোনাভাইরাসের প্রকোপের কারণে স্থবির হয়ে আছে রাজধানী ঢাকাসহ গুরুত্বপূর্ণ কয়েকটি স্থান। অনানুষ্ঠানিকভাবে লকডাউন চলছে গোটা বাংলাদেশে। কাজ করতে না পেরে না খেয়ে দিন কাটাচ্ছে নিম্ন আয়ের মানুষেরা। তাদের হাতে সরকারি বা বেসরকারিভাবে ত্রাণ পৌঁছালেও প্রয়োজনের তুলনায় সেটা যথেষ্ট কম।
এসব অনুদান হাতে তুলে নেয়ার জন্য আবার একটি নির্দিষ্ট জায়গায় একত্রিত হচ্ছে অনেক মানুষ। কোভি-১৯ এ সংক্রমিত না হতে, পরস্পরের কাছ থেকে কমপক্ষে এক মিটার বা তিন ফুট দূরত্ব বজায় রেখে মানুষকে অবস্থান করার নির্দেশ দেয়া আছে।

কিন্তু ত্রাণ সংগ্রহের জায়গায় দূরত্ব তো থাকছেই না, উপরন্তু কাড়াকাড়ি চলছে নিম্ন আয়ের মানুষদের মাঝে। বিষয়টি পছন্দ হয়নি রুবেল হোসেনের।
জাতীয় দলের এই পেসারের মতে, ভোটের সময় ভোটার স্লিপ যদি ঘরে ঘরে পৌঁছে দেয়া হয়, তাহলে এখন কী জন্য সেটা করা হচ্ছে না?
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি লিখেন, ‘সমালোচনা বাদ দিন। দেশ এখন সংকটময় মুহূর্তে। এই দেশ আপনার আমার সকলের। নিম্ন আয়ের মানুষদের ঘরে ঘরে খাবার পৌঁছে দিতে হবে।
ভোটের সময় ভোটের স্লিপ যদি ঘরে ঘরে গিয়ে দিয়ে আসতে পারেন? তাহলে সরকারি অনুদান ঘরে ঘরে গিয়ে নয় কেন?’