খুলনায় ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে নিহত এক

ছবি: ফাইল ফটো

|| ডেস্ক রিপোর্ট ||
খুলনার বাগেরহাটের চিতলমারী উপজেলায় শিশুদের ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে এক ব্যক্তি নিহত হয়েছেন। গত বুধবার প্রথমে আহত অবস্থায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২ টায় মারা যান বিপুল শেখ (৪৫) নামের ঐ ব্যক্তি।
নিহত বিপুল চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের পরানপুর গ্রামের বাসিন্দা ছিলেন বলে নিশ্চিত করেছেন চিতলমারী থানার ওসি মীর শরীফুল হক।

প্রাথমিক তদন্ত শেষে ওসি শরীফুল জানান, বুধবার সকালের দিকে উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের পরানপুর গ্রামের মাঠে স্থানীয় শিশুরা ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে জড়ায়। এই দ্বন্দ্বের মীমাংসা করতে বুধবার রাত ৮টার দিকে বাগবিতণ্ডা হয়।
“বাগবিতণ্ডার একপর্যায়ে এক অভিভাবক লোহার রড দিয়ে বিপুল শেখের মাথায় আঘাত করেন। স্থানীয়রা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।”, বলেছেন ওসি শরীফুল।
বৃহস্পতিবার সকালে ময়নাতদন্ত শেষে লাশ হস্তান্তর করা হয়েছে। খুনি অবশ্য খুন করেই পালিয়ে যান। তাঁকে ধরার চেষ্টায় আছে পুলিশ, জানিয়েছেন ওসি শরীফুল।