করোনা আতঙ্কেও কাজ করছেন মাঠ কর্মীরা

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
করোনাভাইরাস সংক্রমণের আতঙ্কে পুরো দেশ লকডাউনে রয়েছে। তবে এর মাঝেও নিরলস পরিশ্রম করে যাচ্ছেন মাঠকর্মীরা। শের-ই বাংলা স্টেডিয়াম, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম এবং চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের মাঠ ঠিক রাখতে কাজ করছেন ১৫ জন কর্মী।
উদ্ভূত পরিস্থিতিতে সকল ধরণের খেলা বন্ধ রাখা হয়েছে অনির্দিষ্টকালের জন্য। এই সময়ে মাঠ ঠিক রাখার প্রধান দায়িত্ব বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। আর তাই প্রধান কিউরেটর গামিনি ডি সিলভার অধীনে শের-ই বাংলা স্টেডিয়ামে কাজ করছেন ৯ জন কর্মী। অপরদিকে জহুর আহমেদ এবং সিলেট স্টেডিয়ামের দায়িত্বে রয়েছেন প্রবীণ হিঙ্গানিকার ও সঞ্জীব আগারওয়াল।

বিসিবির গ্রাউন্ডস কমিটির ম্যানেজার আব্দুল বাতেন এই প্রসঙ্গে একটি পত্রিকাকে বলেছেন, 'আমরা কম মানুষ দিয়েই ভেন্যুগুলোকে ঠিক রাখার চেষ্টা করছি কারণ আমরা যদি এটা নিয়মিত ঠিক না রাখি তাহলে বড় সমস্যা হবে।'
বাতেন আরো বলেন, 'শের-ই বাংলায় আমাদের ১৫ জন মাঠকর্মী আছে। যাদের মধ্যে ৫-৬ জন সিলেট এবং চট্টগ্রামে কাজ করছে। এছাড়া আমাদের প্রধান কিউরেটর মাঠকর্মীদের নির্দেশ দিচ্ছেন। তারা স্টেডিয়াম ঠিক রাখতে কাজ করছে এই করোনাভাইরসের প্রাদুর্ভাবের মাঝেও।
অবশ্য বর্তমান পরিস্থিতিতে মাঠে পানি দেয়া ছাড়া তেমন কাজ নেই মাঠ কর্মীদের। এই প্রসঙ্গে একজন কর্মী বলেন, 'এখন আমাদের মাঠে পানি দেয়া ছাড়া তেমন কাজ নেই। কারণ পানি না দিলে ঘাসগুলো মরে যাবে। ১৫ জন সদস্য আমাদের সেকশনে কাজ করছে। আমরা একটি মেসে থাকছি এবং নিজেদের খাবার নিজেরাই রান্না করি। প্রধান সমস্যা হলো খাবার জোগাড় করা। আমরা অ্যাকাডেমিতে নিজেরাই রান্না করি।'