promotional_ad

করোনা মোকাবেলায় ভারত-পাকিস্তান সিরিজের প্রস্তাব

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


করোনাভাইরাসের প্রাদুর্ভাবে থমকে গেছে পুরো বিশ্ব। সব ধরণের স্পোর্টিং ইভেন্ট বন্ধ রয়েছে অনির্দিষ্টকালের জন্য। এমতাবস্থায় ত্রাণ তহবিল বাড়াতে ভারত-পাকিস্তানের ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছেন শোয়েব আখতার।


পাকিস্তানের কিংবদন্তি এই পেসারের দাবি, ত্রান তহবিল বাড়াতে দুই দেশের মধ্যকার সিরিজ বড় ভূমিকা পালন করবে। শোয়েব আশাবাদী তাঁর প্রস্তাবে সাড়া দেবে দুই দেশের ক্রিকেট বোর্ড। এমনকি সিরিজের ফলাফল এবং অন্যান্য জটিলতা এখানে মুখ্য বিষয় হবে না বলে মনে করেন তিনি।



promotional_ad

রাজনৈতিক বৈরিতায় ২০০৭ সালের পর পূর্ণাঙ্গ সিরিজ খেলেনি ভারত-পাকিস্তান। আইসিসির ইভেন্ট ও এশিয়া কাপেই কেবল দেখা হয় প্রতিবেশী দেশ দুটির। শোয়েব প্রত্যাশা করছেন, করোনাভাইরাস একসঙ্গে মাঠের লড়াইয়ে ফিরিয়ে আনবে ভারত এবং পাকিস্তানকে।


পিটিআইকে শোয়েব বলেন, ‘এই সংকটময় সময়ে আমি (ভারত-পাকিস্তানের) তিন ম্যাচের সিরিজ আয়োজনের প্রস্তাব করছি। দুই দেশের কেউই এই ম্যাচ আয়োজন নিয়ে মন খারাপ করবে না। যদি বিরাট (কোহলি) সেঞ্চুরি করে, আমরা (পাকিস্তানিরা) খুশি হবো, আবার বাবর আজম সেঞ্চুরি করলে আপনারা (ভারতীয়রা) খুশি হবেন। মাঠে যাই ঘটুক, দুই দলই হবে বিজয়ী।’


মূলত তহবিল সংগ্রহের জন্যই সাবেক পেসারের এই পরিকল্পনা। তাঁর ভাষ্যমতে, ‘ভারত-পাকিস্তান ম্যাচের প্রচুর দর্শক আছে। অনেকদিন পর দুই দেশ একে অন্যের বিপক্ষে খেলবে, এতে তহবিলে যত অর্থ জমা হবে ভারত ও পাকিস্তান সরকার সমানভাবে ভাগ করে নেবে।'



বর্তমান পরিস্থিতি বিবেচনায় সিরিজ আয়োজন সম্ভব নয় জানেন শোয়েব। তবে করোনার ভয়াবহতা শেষ হলে সিরিজটি আয়োজন করার কথা জানান তিনি। নিরপেক্ষ ভেন্যু হিসেবে দুবাইতে সিরিজ আয়োজন করা সম্ভব বলে মনে করছেন পাকিস্তানের সাবেক এই গতি তারকা। 


শোয়েব বলেন, ‘এখনই হয়তো সম্ভব নয়, যখন সবকিছু ভালো হয়ে উঠবে, তখন নিরপেক্ষ ভেন্যু যেমন দুবাইতে খেলা আয়োজন করা যেতে পারে। এজন্য চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা থাকতে পারে। কে জানে এই ম্যাচের মাধ্যমে হয়তো দুই দেশের রাজনৈতিক পরিস্থিতিরও উন্নতি হয়ে গেল কিনা!’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball