তিন পেশাজীবীর মানুষকে আকবরের ধন্যবাদ

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
করোনাভাইরাস প্রতিরোধে তিন পেশাজীবীর মানুষকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আকবর আলী। তিন পেশাজীবীর মানুষ হলেন স্বাস্থ্যকর্মী, প্রশাসনের লোক এবং মিডিয়া কর্মী।
সম্প্রতি এক ভিডিও বার্তায় আকবর বলেন, 'এই কঠিন পরিস্থিতির মধ্যে আমাদের যেসব স্বাস্থ্যকর্মী, প্রশাসনের লোক এবং মিডিয়ার যারা আমাদের জন্য কাজ করে যাচ্ছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই।
আমাদের কাজ হচ্ছে ঘরে থেকে তাদের সাহায্য করা, একে অন্যের জন্য দোয়া করা। শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বের জন্য দোয়া করা।'

এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে, সবাইকে সরকারি নির্দেশনা মেনে বাসায় থাকার আহ্বান জানান যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর।
তিনি আরও বলেন, 'আমরা সকলেই জানি যে, আমরা একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। এই সময়টা আমাদের সবাইকে ধৈর্য ধরে থাকতে হবে বাসার মধ্যে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যেসব বিধি নিষেধ দেয়া হয়েছে সেগুলো আমাদের মানতে হবে। ঘন ঘন হাত ধোয়া বা জনসমাগম এড়িয়ে চলা বা সামাজিক দূরত্ব বজায় রাখা।'