পিএসএলে কোচিং করাতে চান স্টনিয়ার

ছবি: ছবিঃ- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ফিটনেস কোচিং করাতে চান রিচার্ড স্টনিয়ার। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের এই স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ সম্প্রতি কথা বলেছেন পাকিস্তানের একটি মিডিয়ার সঙ্গে।
সেখানে তাঁকে প্রশ্ন করা হয়েছে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোচিং করাতে তিনি আগ্রহী কিনা।

জবাবে স্টনিয়ার বলেন, 'পরের কয়েক মাসে কী হবে সেটা আমি জানি না। আমি কোথায় থাকব সেটাও জানি না। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দারুণ জগত। এর অংশ হতে পারলে ভালো লাগবে। এখানে কাজ করলে ভালোই অভিজ্ঞতা হবে। যদি কেউ আমার সঙ্গে কাজ করতে চায়। অবশ্যই আমি কথা বলব।
আমি শুধুমাত্র একজন ভালো ফিটনেস কোচ হতে পারব। আমি কোনো সাবেক তারকা ক্রিকেটার না। বিশ্বে অনেক মানুষ আমাকে চিনে, সেটাও না। তারপরেও কেউ যদি আমার সঙ্গে কাজ করতে চায়, আমি সেটা উপভোগ করব।'
শুধুমাত্র ক্রিকেট নয়, এর পাশাপাশি বেশ কয়েক রকমের খেলার অনুশীলন অনুসরণ করেন স্টনিয়ার। যার কারণে সেটা তিনি কাজে লাগাতে পারেন ক্রিকেটে।
বিশ্বকাপজয়ী এই কোচ আরও বলেন, 'স্বাস্থ্য এবং ফিটনেস বিষয়ে আমার নজর বহুদিকেই আছে। ফুটবল, আমেরিকান ফুটবল, যোগ ব্যায়াম, সুইমিং, সার্কিট ট্রেইনিং- সবকিছুতেই আমি নজর রাখি। এটা আমার কাজকে ভালবাসতে সহায়তা করে।'