promotional_ad

'ঐতিহাসিক' ছক্কা নিয়ে ধোনিকে গম্ভীরের খোঁচা

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


২০১১ সালে আজকের এই দিনে দ্বিতীয় বিশ্বকাপ ঘরে তুলেছিল ভারত। ৯ বছর পর এখনো এই দিনটিকে আনন্দের সঙ্গে উদযাপন করে ভারতীয়রা। ফাইনালে শ্রীলংকাকে ৬ উইকেটে হারিয়ে ২৮ বছর পর বিশ্বকাপ জয়ের আনন্দে ভেসেছিল গোটা ভারত।


বিশ্বকাপের ফাইনালে ভারতের জয়ের অন্যতম নায়ক ছিলেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ৪৯তম ওভারের দ্বিতীয় বলে ছক্কা হাঁকিয়ে ভারতের শিরোপা নিশ্চিত করেন তিনি। এছাড়া ৯১ রানের অপরাজিত ইনিংস খেলেন উইকেটরক্ষক এই ব্যাটসম্যান।



promotional_ad

ধোনির এই ইনিংসের ওপর ভর করে ফাইনাল জিতলেও সেই ম্যাচে ৯৭ রান করে রান আউট হয়েছিলেন ওপেনার গৌতম গম্ভীর। সাবেক এই বাঁহাতি ওপেনার মনে করছেন, বিশ্বকাপ পুরো ভারতীয় দল মিলে জিতেছিলো।


শুধু ধোনি বা তার এক ছক্কায় শিরোপা জিতেনি। সেই সঙ্গে ভারতীয়দের ধোনির হাঁকানো সেই ছক্কার মোহ থেকে বের হয়ে আসতে বলেছেন গম্ভীর। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একপ্রকার ধোনিকে খোঁচাই মেরেছেন তিনি।


গম্ভীর লিখেছেন, 'মনে করিয়ে দিচ্ছি, ২০১১ বিশ্বকাপ পুরো ভারতীয় দল এবং কোচিং স্টাফরা মিলে জিতেছিলো। এখন সঠিক সময় আপনরা সবাই সেই ছক্কার মোহ থেকে বের হয়ে আসেন।'



১৯৮৩ সালে সর্ব প্রথম কপিল দেবের অধীনে বিশ্বকাপ জিতেছিল ভারত। এরপর ২০০৩ বিশ্বকাপ ফাইনাল খেললেও অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় সৌরভ গাঙ্গুলীর দল। এর ৮ বছর পরই ধোনির নেতৃত্বে শিরোপা জিতে নেয় ভারত।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball