স্টনিয়ারের অনলাইন কোর্সে বাংলাদেশিদের ভিড়

ছবি: ফাইল ফটো

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্ব জুড়ে করোনাভাইরাসের প্রকোপের কারণে যার যার ঘরে সময় কাটাচ্ছেন ক্রীড়া ব্যক্তিত্ব ও কোচিং স্টাফের সদস্যরা। ঘরে বসে কমবেশি প্রত্যেকেই চেষ্টা করছেন শরীর ও মনকে চাঙ্গা রাখার। ব্যতিক্রম নয় রিচার্ড স্টনিয়ার। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ অনলাইনে ফ্রি ক্লাস নিচ্ছেন।
ইন্সটাগ্রাম পেজে তাঁর ফ্রি ক্লাসে যোগ দিয়েছে নিউইয়র্ক, সিডনি, ফ্রান্স, সুইজারল্যান্ড ও বাংলাদেশের অনেক মানুষ। অনেকে তাঁর কাছে পেশাদারভাবেও শিখে নিচ্ছে ফিটনেস রক্ষার কৌশল।

স্টনিয়ার বলেন, 'ক্রিকেটাররা সবাই আইসোলেশানে আছে। স্টাফরাও তাই। তবে আমি প্রতি সপ্তাহে আমার ইন্সটাগ্রাম পেজে লাইভ ওয়ার্কআউট করছি। মানুষজন এর আপডেট পাচ্ছে। এই সময়ে শারীরিকভাবে ফিট থাকাটা গুরুত্বপূর্ণ।
তাহলে কঠিন সময়ে মনও চাঙ্গা থাকবে। এই মুহূর্তে নিউইয়র্ক, সিডনি, ফ্রান্স, সুইজারল্যান্ড ও বাংলাদেশের অনেককেই আমি সাহায্য করছি। সবাই আমন্ত্রিত। এটা ফ্রি কোর্স। বাংলাদেশের অনেকে অনলাইন ভিডিও কোচিংয়েও আমার সঙ্গে আছে।'
অনলাইন কোর্স নেয়াটা উপভোগ করছেন বলে জানিয়েছেন যুব বিশ্বকাপজয়ী এই কোচ। কোয়ারেন্টিনে ভালো সময় পার করতে এর বিকল্প কিছুই দেখছেন না তিনি।
স্টনিয়ার আরও বলেন, 'আমার বেশ ভালো লেগেছে। সবাই এই মুহূর্তে আলাদা, তারপরেও সবাই এখন একসাথে কাজ করছে, যা দুর্দান্ত।'