করোনা মোকাবেলায় অনুদান দিচ্ছে বিসিবি

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
করোনাভাইরাস মোকাবেলায় সরকারের কোষাগারে অর্থ সহায়তা দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
পাপন জানিয়েছেন, সরকারের তহবিলে অর্থ সহায়তা করার জন্য বিসিবি সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করছে। যাতে করে এই ভাইরাসের বিপক্ষে বিসিবি লড়াই চালিয়ে যেতে পারে।'

এর আগে করোনাভাইরাসে অসহায় হয়ে পড়া শ্রমজীবী মানুষদের পাশে দাঁড়ায় বাংলাদেশ দলের ২৭ ক্রিকেটার। নিজেরা একত্রিত হয়ে প্রায় ৩০ লাখের মতো অর্থ অনুদান দেয় তাঁরা।
নিজ জেলা নড়াইলে অসচ্ছলদের মাঝে খাদ্য বিতরণ করেন সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এছাড়া বাংলাদেশের এই ক্রান্তিকালে দাতব্য প্রতিষ্ঠান গড়ে তোলেন সাকিব আল হাসান।
করোনাভাইরাস ছড়িয়ে পড়ছে সারা বিশ্বে। ভারতেও ক্রমেই বেড়ে চলেছে এই মরণঘাতী ভাইরাসের প্রকোপ। ভারতের বিভিন্ন ক্রিকেটাররা করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য মোটা অঙ্কের অর্থ অনুদান দিয়েছেন।
ভারত সরকারকে আর্থিক সহায়তা দেয় বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। ভারতের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বিসিসিআই দিয়েছে ৫১ কোটি রুপি।
এছাড়া বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি ইতোমধ্যে নিজ উদ্যোগে ৫০ লাখ রুপির চাল বিতরণ করেছেন।