promotional_ad

চ্যারিটি সংগঠন গড়লেন সাকিব

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


বিশ্বের অনেক ক্রিকেটারই চ্যারিটিতে নাম লিখিয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি নিজের স্বেচ্ছাসেবী সংগঠনের নাম দিয়েছেন, 'দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন'।


শনিবার (২৮ মার্চ) নিজের ফেসবুক পেজে এই সংগঠনকে সবার সামনে নিয়ে আসেন তিনি। এদিন সন্ধ্যায় ফেসবুকে সংগঠনটির লোগোও উন্মোচন করেছেন বাংলাদেশের এই অলরাউন্ডার।



promotional_ad

সাকিব একটি পোস্টে লিখেছেন, 'দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন, একটি সংস্থা পুরো বাংলাদেশের সকলের জীবনকে নিরাপদ ও উন্নত করার জন্য নিবেদিত। একসাথে আমরা যে কোনো কিছু মোকাবেলা করতে পারি। আসুন সবাই মিলে দল হিসাবে কাজ করি এবং বাংলাদেশকে বাঁচাতে এগিয়ে আসি।'


সারা বছর জুড়েই ক্রিকেটারদের তৈরি স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর কার্যক্রম চোখে পড়ে। অস্ট্রেলিয়ার সাবেক পেসার গ্লেন ম্যাকগ্রা প্রতিবছরই হাজির হন তাঁর নিজের তৈরি 'ম্যাকগ্রা ফাউন্ডেশন' নিয়ে।


তাঁর এই সংগঠনটির মূল উদ্দেশ্য জনগণের মধ্যে স্তন ক্যান্সার বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করা। এ ছাড়া পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি বিভিন্ন বিপর্যয়ে 'শহীদ আফ্রিদি ফাউন্ডেশন' নিয়ে সাহায্যের উদ্দেশে নেমে পড়েন।



এ ছাড়া এবার করোনাভাইরাসের বিপর্যয় রুখতে এগিয়ে এসেছে স্টিভেন স্মিথের স্বেচ্ছাসেবী সংগঠন 'স্টিভ স্মিথ ফাউন্ডেশন'। বৈশ্বিক বিপর্যয়ে এবার তাদের মতোই নতুন ভূমিকায় অবতীর্ণ হলেন সাকিব।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball