মাশরাফি ভাইয়ের সঙ্গে আমার তুলনা চলবেইঃ তামিম

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
ওয়ানডে অধিনায়কত্ব পাওয়াটাকে চ্যালেঞ্জ হিশেবে নিয়েছেন তামিম ইকবাল। বাংলাদেশ দলের ওপেনার জানেন, সবসময়ই তাঁকে তুলনা করা হবে সদ্য বিদায়ী অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সঙ্গে।
সম্প্রতি ক্রিকইনফোকে দেয়া সাক্ষাৎকারে তামিম বলেন, 'এটা আমার জন্য খুবই চ্যালেঞ্জিং একটা কাজ। অধিনায়কত্ব পাওয়ার সঙ্গে দায়িত্বও বেড়ে যায়। আমার জন্য শুরুতে এটা কঠিন। কেননা শুরুতে মাশরাফি ভাইয়ের সঙ্গে আমার তুলনা চলবেই।

অধিনায়ক এবং ক্রিকেটার হিশেবে দলকে এগিয়ে নিয়ে যেতে আমি কখনো এসব কথা শুনব, কখনো শুনব না। আমাদের চিন্তাভাবনা যদি ঠিক থাকে তাহলে আমরা যেটা করতে চাই সেটা করতে পারব। সবাই মিলে দলকে এগিয়ে নিয়ে যেতে পারব।'
মাশরাফির অধীনে প্রথমবারের মতো পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও ভারতকে সিরিজ হারায় বাংলাদেশ। এশিয়া কাপের ফাইনাল, চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল বা বিশ্বকাপের কোয়াটার ফাইনালেও খেলে তাঁর নেতৃত্বে।
এছাড়া কাগজে কলমে এদেশের সেরা অধিনায়কও মাশরাফি। মোট ৮৮টি ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দিয়ে ৫০টি জয় তুলে নিয়েছেন তিনি। এদেশের ওয়ানডে অধিনায়কদের মধ্যে সবচেয়ে বেশি জয়ের হারও (৫৮.১৩ শতাংশ) তাঁর দখলে।
সব মিলিয়ে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে নতুন অধিনায়ক তামিমের জন্য, সেটা আর বলার অপেক্ষা রাখে না।