কর্মীদের বাসা থেকে কাজ করার নির্দেশ বিসিবির

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
করোনাভাইরাস প্রকোপের কারণে আগেই বাংলাদেশের আন্তর্জাতিক এবং ঘরোয়া- সব ধরণের খেলা স্থগিত করা হয়। এবার কর্মকর্তা-কর্মচারীদের বাসা থেকে কাজ করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২২ মার্চ থেকে বিসিবির কর্মীরা যার যার বাসা থেকে কাজ করবেন। শনিবার এক প্রেস বিবৃতির মাধ্যমে একথা নিশ্চিত করে বিসিবি।

বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী বলেন, 'এটা আগামীকাল থেকে কার্যকর হবে। ইতোমধ্যে আমরা আমাদের বিভাগের ম্যানেজারদের সাথে কথা বলেছি। বোর্ডের একটা নির্দেশনা সবাইকে দিয়ে দেওয়া হয়েছে। যতটুকু সম্ভব, আমাদের অপারেশনাল যে কাজগুলো থাকবে, সেগুলো আমরা সীমিত করার চেষ্টা করব। এর মধ্যে কোনো জরুরি কাজ যদি চলে আসে তাহলে অফিসে আসতে হবে।
আপনারা জানেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের সাথে সম্পৃক্ত। এরকম কোনও বিষয়ে আমরা চেষ্টা করব অফিসে উপস্থিত হওয়ার। কাউকে প্রয়োজন হলে অফিসে এসে কাজ করতে হবে। সেক্ষেত্রে নির্ধারিত কিছু নীতিমালা থাকবে।'
এর আগে এই পন্থা অবলম্বন করে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এবার সেই পথে হাঁটল বিসিবিও।
বস্তুত করোনাভাইরাস আতঙ্কের কারণে বাংলাদেশের অনেক প্রতিষ্ঠানই এমন সিদ্ধান্ত নিয়েছে। কর্মীদের যার যার বাসা থেকে কাজ করার ব্যাপারে সবার আগে টেলিকম কোম্পানিগুলো অনুপ্রাণিত করেছে।
এরপর ক্রিকফ্রেঞ্জিসহ নানান সংবাদমাধ্যমও এই প্রক্রিয়ায় দায়িত্ব পালন করছে। উবার, পাঠাওসহ দেশের স্বনামধন্য প্রতিষ্ঠানগুলোও এই প্রক্রিয়া অনুসরণ করছে।