ওয়ানডেতেও ভালো করতে আত্মবিশ্বাসী তাইজুল

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) লাল বল এবং সাদা বলের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন তাইজুল ইসলাম। যদিও সীমিত ওভারের ক্রিকেটে নিয়মিত নন বাঁহাতি এই স্পিনার। 


এর পরও তাঁকে লাল এবং সাদা বলের চুক্তিতে রাখা অবাক করেছিল সবাইকে। যদিও তাইজুল নিজে চমকে যাননি। তিনি জানিয়েছেন, তাঁর বিশ্বাস আছে ওয়ানডেতেও ভালো করার।


promotional_ad

বিডিনিউজটোয়েন্টিফোরডটকমকে দেয়া এক সাক্ষাৎকারে তাইজুল বলেছেন, 'অবাক হইনি। আমার এখন বিশ্বাস আছে ওয়ানডেতে ভালো করার।' ওয়ানডে অভিষেকেই হ্যাটট্রিকের স্বাদ পেয়েছিলেন তাইজুল।


তবুও সীমিত ওভারে বেশিদিন স্থায়ী হতে পারেননি তিনি। ২০১৫ বিশ্বকাপে মাত্র একটি ম্যাচে সুযোগ পেয়েছিলেন তাইজুল সেখানে নিজেকে প্রমাণ করতে না পেরে জাতীয় দল থেকে ছিটকে যান এই বাঁহাতি স্পিনার। তাইজুল অবশ্য দোষটা নিজেকেই দিচ্ছেন। তিনি মনে করেন কোনো ঘাটতির কারণেই বাদ পড়েছিলেন তিনি।


তাইজুলের ভাষ্যমতে, 'প্রথম যখন ওয়ানডে খেলেছিলাম, ভালো করেছিলাম। এরপর বিশ্বকাপে (২০১৫) একটি ম্যাচ খেলেছিলাম। খুব ভালো করিনি। এক ম্যাচে অতটা বোঝাও যায় না। তারপর আর সেভাবে সুযোগ পাইনি। নিশ্চয়ই আমার ঘাটতি ছিল। যারা দল গঠন করেন, তারা আমার চেয়ে ভালো জানেন ও বোঝেন।'


এখন নিয়মিত সুযোগ পেয়ে তাইজুল বলেছেন,  'এখন তারা আমাকে বিবেচনা করছেন, আমি অবশ্যই খুশি। অনেক দিন থেকেই আন্তর্জাতিক ক্রিকেট খেলছি, টেস্ট নিয়মিত খেলছি। অভিজ্ঞতা হয়েছে অনেক। আমার মনে হয়, ওই অভিজ্ঞতা ওয়ানডেতেও আমাকে সাহায্য করবে। আমার বোলিংয়ে আগে যে ব্যাপারগুলোর ঘাটতি ছিল, এখন কিছু যোগ করতে পেরেছি।'
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball