ওয়ার্নের মদের কোম্পানিতে তৈরি হচ্ছে স্যানিটাইজার
ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
মহামারী রূপ নিচ্ছে করোনাভাইরাস। বিশ্বের প্রায় ১৮০ টি দেশে ছড়িয়ে গিয়েছে ভাইরাসটি। অন্যান্য দেশের মতো অস্ট্রেলিয়াতেও পড়েছে এর প্রভাব। দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৮১৫ জন। এর ভেতর মারা গেছেন ৭ জন। এরকম পরিস্থিতিতে প্রাণঘাতী এ ভাইরাস মোকাবেলায় বেসরকারি কোম্পানিগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন।
প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে করোনা মোকাবেলায় এগিয়ে এসেছেন অজি কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন। নিজের মদের কারখানায় মদের বদলে হ্যান্ড স্যানিটাইজার প্রস্তুতের সিদ্ধান্ত নিয়েছেন কিংবদন্তি এই স্পিনার।

বৃহস্পতিবার (১৯ মার্চ) তার কোম্পানি সেভেন জিরো এইট এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, 'ওয়ার্ন ও তার প্রতিষ্ঠাতা সিদ্ধান্ত নিয়েছে করোনা মোকাবেলায় নিজেদের উৎপাদন বন্ধ করার। পরিবর্তে প্রস্তুত করার সিদ্ধান্ত নিয়েছে ৭০ শতাংশ অ্যালকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাইজার। এরই মধ্যে পশ্চিম অস্ট্রেলিয়ার দুটি হাসপাতালের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে প্রতিষ্ঠানটি। অর্থের বিনিময়ে এ সকল পণ্য হাসপাতালগুলোতে পৌঁছে দেয়া হবে।'
সাবেক এই স্পিন জাদুকর গত ১৭ মার্চ থেকেই বন্ধ রেখেছেন তার কোম্পানিতে মদ উৎপাদন।
ওয়ার্ন এক বিবৃতিতে বলেন, 'অস্ট্রেলিয়ানদের জন্য সময়টা খুবই কঠিন। আর এই সময়ে রোগটার সঙ্গে লড়তে আর মানুষের জীবন বাঁচাতে আমাদের চিকিৎসা ব্যবস্থাকে যে যেভাবে পারি সাহায্য করা উচিত আমাদের।'