না পারলে নিজেই 'সরি' বলবেন তামিম

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
কদিন আগেই বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন তামিম ইকবাল। বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক হিসেবে যাত্রা শুরুর আগে ঢাকা প্রিমিয়ার লিগে প্রাইম ব্যাংকের নেতৃত্বে দেবেন তিনি।
জাতীয় দলের অধিনায়ক হিসবে দল পরিচালনা করতে এবং নিজের পারফরম্যান্সের মধ্যে সামঞ্জস্যতা আনতে কিছুটা সময় চেয়েছেন তামিম। ঠিক ভাবে দায়িত্ব পালন করতে না পারলে নিজেই অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াবেন বলে জানালেন এই ওপেনার।

এ প্রসঙ্গে তামিম বলেছেন ‘আমি আপাতত এটাই সবাইকে বলতে পারি, আমার এ ক্ষেত্রে একটু ধৈর্য রাখেন। নিজের ব্যাটিংয়ে এক সিরিজ, দুই সিরিজ বা ৫টা ব্যর্থতা—এটা হতেই পারে। আশা করি হবে না। অধৈর্য হব না, আপনারাও হবেন না। দর্শকদেরও একই অনুরোধ করব। চেষ্টা করব যেন, তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। আর যদি কোনো কারণে কোনো সময়—সেটা ৬ মাস হোক বা ১ বছর, আমার যদি মনে হয় আমি দলের সঙ্গে সুবিচার করছি না, তাহলে আমিই হব প্রথমজন যে সরে দাঁড়ানোর কথা বলবে। আমিই সবার আগে হাত তুলে বলব “সরি”।’
হুট করে অধিনায়কত্ব করতে এসেই মাশরাফি বিন মুর্তজার শূন্যতা পূরণ করার আশা দেখছেন না তামিম। মাশরাফি ছিলেন মাঠে ও মাঠের বাইরে বাংলাদেশের সেরা অধিনায়ক। বাংলাদেশের প্রেক্ষাপটে মাঠের বাইরেও অধিনায়ক হিসেবে সফল হওয়া গুরুত্বপূর্ণ। তামিম সেদিকেই মনোযোগ দিতে চান।
তামিম বলেন, 'আমি যদি চিন্তা করি কিভাবে দলটাকে সামনে এগিয়ে নেব, আমার মাথায় প্রথম আসে মাঠের বাইরের জিনিসগুলো সবার আগে ঠিক করতে হবে। আমরা আরও বেটার কিভাবে করতে পারি। আমাদের দলে এখন কোনো বড় সমস্যা বা বিশৃঙ্খলা হয় না। আমি মনে করি আমরা বিশ্ব ক্রিকেটের অন্যতম গোছানো দল। আমরা আরও ভালো হতে পারি। ওই জিনিসগুলো যদি আগে ঠিক করতে পারি। মাঠে এগুলো প্রয়োগ করতে পারলে ভালো হবে।'