বাংলাদেশের সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি, জানালো পিসিবি

ছবি: ছবিঃ পিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
করোনাভাইরাসের প্রকোপের কারণে একের পর এক সফর বাতিল করছে দলগুলো। এমন অবস্থায় তৃতীয় দফায় বাংলাদেশ দলের পাকিস্তান সফরে যাওয়া নিয়ে তৈরি হয়েছে সংশয়।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাহী ওয়াসিম খান জানিয়েছেন, বাংলাদেশের সফর নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। এরই মধ্যে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীর সঙ্গে তাঁর কথা হয়েছে।

আগামী তিনদিনের মধ্যে একটি সিদ্ধান্তে পৌঁছানো যাবে বলে আশাবাদী তিনি। সিরিজটি আয়োজনের জন্য এখনও আশাবাদী পাকিস্তান। তাই তারা এখনও আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন পিসিবির প্রধান নির্বাহী।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ম্যাচের ফাঁকে ওয়াসিম খান বলেন ‘আজ (শুক্রবার) আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীর সঙ্গে কথা বলেছি। আগে তিনি তাদের বোর্ডের সঙ্গে কথা বলবেন। তার সঙ্গে আমার যোগাযোগ রয়েছে, ইনশাআল্লাহ আগামী তিনদিনের মধ্যে পরিস্থিতি পরিষ্কার হয়ে যাবে।’
বাংলাদেশ এরই মধ্যে দুই দফায় পাকিস্তান সফর করে এসেছে। দুই দফায় পাকিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি এবং একটি টেস্ট খেলেছে বাংলাদেশ। তৃতীয় দফায় ১ এপ্রিল একটি ওয়ানডে এবং ৫-৯ এপ্রিল একটি টেস্ট খেলার কথা রয়েছে টাইগারদের।