promotional_ad

তামিমকেই যোগ্য মানছেন মুশফিক

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বাংলাদেশের ক্রিকেটের দিন বদলের রূপকার মাশরাফি বিন মুর্তজা অবসর নিয়েছেন অধিনায়কত্বের পদ থেকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যেই খুঁজে নিয়েছে মাশরাফির উত্তরসূরিকে। তিনি আর কেউ নন। নড়াইল এক্সপ্রেসের উত্তরসূরি হিসেবে দলকে সামনে থেকে নেতৃত্ব দেবার গুরুভার পড়েছে দলের ওপেনার তামিম ইকবালের উপর। 


সদ্য দায়িত্বপ্রাপ্ত এই অধিনায়ককে যোগ্য অধিনায়ক হিসেবে মানছেন সতীর্থ উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তিনি মনে করেন মাশরাফির পর অধিনায়কত্বের জন্য তামিমই সেরা। 



promotional_ad

মুশফিক বলেন, 'তাঁর অধীনে কিন্তু এর আগেও আমরা খেলেছি। শুধু আমি না আরও অনেকে খেলেছে। আমরা কিন্তু গত ১৫-২০ বছর ধরে একসাথে খেলছি, আমরা জানি যে সে কিরকম। আমার মনে হয় সেই উপযুক্ত ব্যক্তি এবং আমরা সবাই তাঁকে সাপোর্ট করছি।'


শুক্রবার (১৩ মার্চ) বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। 


সেই সঙ্গে মুশি মনে করেন অধিনায়কত্ব করাটা বেশ চ্যালেঞ্জিং কাজ। আর এই চ্যালেঞ্জের সঙ্গে তামিম ইকবাল খুব সহজেই মানিয়ে নিতে পারবেন। জাতীয় দলের এই ডানহাতি ব্যাটসম্যান মনে করেন তামিম নিজে যেমন দুর্দান্ত ফর্মে রয়েছেন ঠিক একই ফর্মে দলকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাবেন সামনে। 



মুশফিক বলেন, 'আশা করছি সে নিজে যেভাবে শেষ কয়েকটা বছর ধরে ভাল খেলছে সে যেন পুরো দলকে সেইভাবে এগিয়ে নিয়ে যেতে পারে। আর আমার মনে হয় এটা একটি চ্যালেঞ্জিং বিষয়। আমার মনে হয় সে উপযুক্ত ব্যক্তি চ্যালেঞ্জটা নেবার জন্য।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball