দর্শকশূন্য গ্যালারিতে আয়োজন হবে আইপিএল!

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
করোনাভাইরাসের আক্রমণের ফলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। আইপিএল অনুষ্ঠিত হলেও খেলা হতে পারে দর্শকশূন্য গ্যালারিতে। এমনটাই জানিয়েছেন, ভারতীয় গনমাধ্যম।
এরই মধ্যে ভারতীয় ক্রীড়ামন্ত্রক নির্দেশে দিয়েছে যে খেলাধুলোর কোনও ইভেন্টে বেশি দর্শকের উপস্থিতি কাম্য নয় এই মুহূর্তে। এই কারণেই দর্শকশূন্য গ্যালারি বেঁছে নিতে পারে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

বুধবার (১১ মার্চ) মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপ জানিয়েছেন, 'এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে করে ভরা স্টেডিয়ামে আইপিএল অনুষ্ঠিত করা সম্ভব হবে না। হলে ক্লোজ ডোর ম্যাচ হবে কিংবা পিছিয়ে যাবে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে অধিবেশন শেষ হবার পর। আমাদের সকলেরই মনে হচ্ছে এখন আইপিএল না-হওয়াই ভালো। এই পরিস্থিতিতে আইপিএল আয়োজন করা খুবই ভয়ঙ্কর।'
এই পরিস্থিতিতে শনিবার (১৪ মার্চ) অনুষ্ঠিত হবে আইপিএলের গভর্নিং কাউন্সিলের সভা। এই বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হতে পারে সেই সভায়। বিসিসিআইয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তারাও দর্শকশূন্য স্টেডিয়ামে আইপিএল আয়োজনের চিন্তা করছেন।
এখন পর্যন্ত করোনার প্রভাবে কোনো ক্রিকেট ম্যাচ দর্শকশূন্য গ্যালারিতে অনুষ্ঠিত হয়নি। যদিও বেশ কয়েকটি ফুটবল লিগ এখন অনুষ্ঠিত হচ্ছে রুদ্ধদ্বার স্টেডিয়ামে। এর মধ্যে রয়েছে ইতালী ফুটবল লিগও। আগামী ২৯ মার্চ শুরু হবে আইপিএল।
টুর্নামেন্টটির পর্দা নামবে ২৪ মে। ভারতের ক্রীড়া সূচি অনুযায়ী এই ফ্র্যাঞ্জাইজি আসর পিছিয়ে দেয়াও সম্ভব নয়। ফলে দর্শকশূন্য গ্যালারিতে টুর্নামেন্টটি আয়োজনের কঠোর সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই।