বাংলাদেশের লক্ষ্য ১২০

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে ব্র্যান্ডন টেলরের অপরাজিত ৫৯ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৯ রান সংগ্রহ করেছে জিম্বাবুয়ে।
এই ম্যাচের শুরুতে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। চার পেসার নিয়ে খেলা বাংলাদেশ তৃতীয় ওভারেই সাফল্য পেয়েছে আল আমিনের হাত ধরে।
এই ডানহাতি পেসার কট বিহাইন্ড করে ফিরিয়েছেন জিম্বাবুয়ের ওপেনার টিনাশে কামুনহুকামউইকে। ব্যক্তিগত ১০ রানে তিনি স্কুপ করতে গিয়ে উইকেটের পেছনে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দিয়ে ফেরেন।
প্রথম উইকেট হারানোর পর দারুণ এক জুই গড়েন অভিজ্ঞ ব্র্যান্ডন টেলর এবং ক্রেইগ আরভিন। ১২তম ওভারে আক্রমণে এসে প্রথম বলেই ২৯ রান করা আরভিনকে, সৌম্য সরকারের ক্যাচ বানিয়ে আউট করেন আফিফ হোসেন ধ্রুব।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশকে তৃতীয় উইকেট এনে দিয়েছেন মেহেদী হাসান। এই অফ স্পিনার বলটি করেছিলেন ওয়াইড লেন্থে।
কিন্তু সেই বল ডাউন দ্য উইকেটে খেলতে এসে মুশফিকের স্টাম্পিংয়ের শিকার হয়ে ফিরে যান ৩ রান করা শেন উইলিয়ামস। এরপর টেলরকে সঙ্গ দিতে আসেন সিকান্দার রাজা।
তাঁকে বেশিক্ষণ থিতু হতে দেননি মোহাম্মদ সাইফউদ্দিন। ১২ রান করা রাজাকে স্কয়ারে আল আমিনের ক্যাচ বানিয়ে আউট করেন সাইফউদ্দিন। এরপরের ওভারে আক্রমণে এসে মুতুমবামিকে ফিরিয়েছেন আল আমিন।
মুতুমবামি ব্যক্তিগত ১ রানে আল আমিনের ওপর চরাও হতে গিয়ে ক্যাচ দিয়েছেন সৌম্য সরকারের হাতে। ওয়েসলি মাধেভেরেকে নিয়ে ৪২ বলে ব্যক্তিগত হাফ সেঞ্চুরিতে পৌঁছান টেলর।
১৯তম ওভারে এসে জোড়া উইকেট শিকার করেছেন মুস্তাফিজুর রহমান। ৩ রান করা মুতুমবোডজিকে তিনি ক্যাচ বানিয়েছেন মোহাম্মদ নাঈম শেখের। এরপর মাধেভেরেকেও কোনো রান করার আগেই মুঠোবন্দি করেন নাঈম।
শেষ পর্যন্ত ৫৯ রান করে অপরাজিত থাকেন টেলর। তাঁর সঙ্গে ১ রান করে অপরাজিত থাকেন কার্ল মাম্বা।
সংক্ষিপ্ত স্কোরঃ
জিম্বাবুয়েঃ ১১৯/৭ (২০ ওভার) (টেলর ৫৯*, আরভিন ২৯, রাজা ১২; মুস্তাফিজ ২/২৫, আল আমিন ২/২২)