টস ভাগ্যে জয়ী মাহমুদউল্লাহ, একাদশে তিন পরিবর্তন

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
টেস্ট এবং ওয়ানডের পর এবার টি-টোয়েন্টি সিরিজ জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচে জিম্বাবুয়েকে হারালেই তিন ফরম্যাটেই সিরজি জিতবে স্বাগতিকরা। শেষ টি-টোয়েন্টিতে বুধবার (১১ মার্চ) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬ টায় মাঠে নামবে দু-দল।
ইতোমধ্যে ম্যাচটিতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

এই ম্যাচে জোড়া রেকর্ড হাতছানি দিচ্ছে বাংলাদেশকে। জিম্বাবুয়ের বিপক্ষে বুধবার জয় পেলে প্রথমবারের মতো কোনো দলের বিপক্ষে ক্রিকেটের তিন ফরম্যাটেই সিরিজ জয়ের স্বাদ পাবে বাংলাদেশ।
শুধু তাই নয়, প্রথমবারের মতো কোনো দলকে এক সিরিজে ক্রিকেটের তিন সংস্করণে হোয়াইটওয়াশ করার অনন্য এক কীর্তি গড়বে মাহমুদউল্লাহবাহিনী।
বাংলাদেশ একাদশঃ লিটন দাস (উইকেটরক্ষক), নাইম শেখ, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি হাসান, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন।