তামিম অধিনায়ক হিসেবে কেমন?

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
মাশরাফি বিন মুর্তজার উত্তরসূরি হিসেবে তামিম ইকবালকে বেছে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অধিনায়কত্ব অবশ্য নতুন কিছু নয় তামিমের জন্য। বিশ্বকাপের পর গত বছরের জুনে শ্রীলঙ্কা সফরে বাংলাদেশেরকে নেতৃত্ব দিয়েছেন তিনি।
সেবার তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। তামিমের নেতৃত্বে প্রথম ওয়ানডেতে ৯১ রানে হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে ৭ উইকেট এবং তৃতীয় ওয়ানডেতে ১২২ রানে হারে টাইগাররা।

এর আগে ২০১৭তে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন তামিম। সেই টেস্টে ৯ উইকেটের ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। মূলত অধিনায়ক মুশফিকুর রহিমের ইনজুরির কারণে সেবার নেতৃত্বভার দেয়া হয়েছিল তামিমের কাঁধে।
ফলে আন্তর্জাতিক ক্রিকেটে ৪টি ম্যাচে অধিনায়কত্ব করে এখনও জয়ের দেখা পাননি তামিম। তাই পূর্ণ মেয়াদে ওয়ানডের নতুন অধিনায়ক হিসেবে তামিমকে নির্বাচন করা কিছুটা প্রশ্নবিদ্ধও বটে।
ঘরোয়া ক্রিকেটে অবশ্য নিয়মিতই তামিমকে অধিনায়কত্ব করতে দেখা যায়। ২০১০-১১ মৌসুমে ঢাকা প্রিমিয়ার লিগে তিনি একটি ম্যাচে অধিনায়কত্ব করেছিলেন। পাশাপাশি ২০১২-১৩ মৌসুমে জাতীয় লিগে ২টি ম্যাচ আর ২০১৩-১৪ মৌসুমে বিসিএলে দুটি ম্যাচে অধিনায়কত্ব করতে দেখা গেছে তামিমকে।
এ ছাড়া ঢাকা প্রিমিয়ার লিগে ২০১৩-১৪ মৌসুমে ব্রাদার্স ইউনিয়নকে দুটি ম্যাচে নেতৃত্ব দেন এই বাঁহাতি ওপেনার। এরপর ২০১৬ সালে আবাহনীকে পুরো আসরে নেতৃত্ব দেন তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের আসরেও অধিনায়কত্ব করেছেন তামিম।
২০১৩ বিপিএলে দুরন্ত রাজশাহীকে তিনটি ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন। ২০১৫ থেকে বিপিএল টানা তিন মৌসুমেই চিটাগং ভাইকিংস এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়কত্ব করেছেন তামিম।