শীর্ষে লিটন, দুইয়ে তামিম

ছবি: ছবি- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
শুক্রবার (৬ মার্চ) শেষ হয়েছে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজ শেষে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় রাজত্ব করছেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাস।
প্রথম ওয়ানডেতে অপরাজিত ১২৬ রানের ইনিংস খেলা লিটন শেষ ম্যাচে ছিলেন বেশ বিধ্বংসী। ৮ ছক্কা এবং ১৬ চারের সাহায্যে মাত্র ১৪৩ বলে ১৭৬ রান করেন তিনি। যা বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস। সিরিজ শেষে ৩ ম্যাচে ৩১১ রান সংগ্রহ করেছেন লিটন। তালিকার শীর্ষে থাকা এই ডানহাতির ব্যাটিং গড় ১৫৫.৫০।

লিটনের পর সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দুই নম্বরে আছেন তামিম ইকবাল। অভিজ্ঞ এই ওপেনার লিটনের চেয়ে মাত্র এক রান কম করেছেন পুরো সিরিজে। ৩ ম্যাচে ১৫৫ গড়ে ৩১০ রান করেন তিনি। দ্বিতীয় এবং তৃতীয় ওয়ানডেতে টানা সেঞ্চুরি করার কীর্তি গড়েন তামিম।
শীর্ষ পাঁচ রান সংগ্রাহকের তালিকায় এরপরে অবস্থান জিম্বাবুয়ের সিকান্দার রাজার। যদিও তামিম কিংবা লিটনের ধারে কাছেও নেই তিনি। ৩ ম্যাচে ৪৮.৩৩ গড়ে ১৪৫ রান সংগ্রহ করেন তিনি। সিরিজে দুটি হাফ সেঞ্চুরি করেন এই ব্যাটিং অলরাউন্ডার।
এরপর যথাক্রমে চার এবং পাঁচ নম্বরে আছেন ওয়েসলি মাদেভেরে ও মোহাম্মদ মিঠুন। ৩ ম্যাচে ৪৩ গড়ে ১২৯ রান সংগ্রহ করেন জিম্বাবুয়ের ১৯ বছর বয়সী অলরাউন্ডার মাদেভেরে। সিরিজে একটি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর। অপরদিকে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যান মিঠুন ৩ ম্যাচে ৮২ রান সংগ্রহ করেন। একটি হাফ সেঞ্চুরি করেন তিনি।