promotional_ad

নেতা মাশরাফির শূন্যতা অনুভব করবেন তামিম

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফেঞ্জি করেসপন্ডেন্ট ||


বাংলাদেশের ক্রিকেটের দিন বদলের কারিগর মাশরাফি বিন মুর্তজা সরে দাঁড়িয়েছেন অধিনায়কত্ব থেকে। জিম্বাবুয়ের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজটি ছিল এই কাপ্তানের অধীনে বাংলাদেশের শেষ সিরিজ। শুক্রবার (৬ মার্চ) খেলে ফেললেন অধিনায়কত্বের ক্যারিয়ারের শেষ ম্যাচটিও।


বদলে যাওয়া বাংলাদেশ ক্রিকেট দলের এই রূপকারের এমন বিদায়ে বেশ আবেগাপ্লুত হয়ে পরেন তার সতীর্থরা। ম্যাচ শেষে মিললো তারই কিছু বহিঃপ্রকাশ।



promotional_ad

লাল সবুজের ওপেনার তামিম ইকবাল বলেন, 'মাশরাফি ভাই অসাধারণ একজন নেতা, আমরা তার শূন্যতা অনুভব করবো। সে সবার অনুপ্রেরণা। ২০১৪'র পর উনার কারণেই সবাই আমাদের নিয়ে ভাবতে শুরু করে।'


সদ্য অধিনায়কত্বের গুরুভার থেকে অব্যাহতি নেয়া অধিনায়ককে মিস করবেন বলে মন্তব্য করেন বাংলাদেশ ক্রিকেট দলের আরেক ওপেনার লিটন দাস। সেই সঙ্গে রোমন্থন করেন অতীতের স্মৃতিও। লিটন বলেন, 'আমি মাশরাফি ভাইর অধীনে দলে আসি। আমাকে সে অনেক সাপোর্ট করেছে। খারাপ খেললেও সে আমার পাশে দাঁড়িয়েছে। ড্রেসিংরুমের মজাগুলো অনেক মিস করবো।'


অধিনায়কত্ব ছাড়লেও খেলোয়াড় হিসেবে ম্যাশ এখনও ফিট বলে মানেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ম্যাচ শেষে তিনি জানান, 'অধিনায়ককে অনেক মিস করবো। সে খেলোয়াড় হিসেবে মাঠে নামার জন্য এখনো ফিট। ২ বছর আরও খেলতে পারবে আমি মনে করি।'



২০১০ সালে ওয়ানডে দলকে নেতৃত্ব দেবার গুরুভার কাঁধে তুলে নেন এই কাপ্তান। অধিনায়কত্বের শুরুটা জয় দিয়ে রাঙাতে না পাড়লেও শেষটা রাঙিয়েছেন ঠিকই। দিন বদলের এই নায়ক জয় দিয়েই রাঙিয়েছেন নিজের শেষটা। আর এই জয় আর মধুর হয়ে থাকবে কেননা কাপ্তান হিসেবে এটি তার ৫০তম জয় যে। 


৮৮ ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে অধিনায়কত্বের শেষ দিনেও দুর্দান্ত এক জয় দলকে এনে দিয়ে শেষটা স্মরণীয় করে রাখলেন মাশরাফি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball