promotional_ad

জিম্বাবুয়ের বিপদ বাড়িয়ে দিলেন তাইজুল

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সংক্ষিপ্ত স্কোরঃ


বাংলাদেশঃ ৩২২/৩ (৪৩ ওভার) (তামিম ১২৮*, লিটন ১৭৬; মুম্বা ৩/৬৯)


জিম্বাবুয়েঃ ১১৬/৪ (২২ ওভার) (মাদেভেরে ২৭*, রাজা ২*; মাশরাফি ১/৩১, সাইফউদ্দিন ১/২৬) 



promotional_ad

চাকাভাকে ফেরালেন তাইজুলঃ দলীয় ১১৩ রানের মাথায় সেট ব্যাটসম্যান রেগিস চাকাভাকে বোল্ড করে ফেরান স্পিনার তাইজুল ইসলাম। ৪৫ বলে ৩৪ রানের ইনিংস খেলে আউট হন চাকাভা। 


শন উইলিয়ামসের বিদায়ঃ ২৮ রানে দুই উইকেট হারিয়ে বিপদে পড়া জিম্বাবুয়েকে এগিয়ে নিচ্ছিলেন অধিনায়ক শন উইলিয়ামস এবং ওপেনার রেগিস চাকাভা। কিন্তু ইনিংসের ১৪তম ওভারে বোলিংয়ে এসে উইলিয়ামস এবং চাকাভার ৪৬ রানের জুটি ভাঙেন তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন। ৭৪ রানের মাথায় উইলিয়ামসকে (৩০) বোল্ড করে সাজঘরে পাঠান তিনি। এরই সঙ্গে ওয়ানডেতে প্রথম উইকেট পেলেন আফিফ। 


সাইফউদ্দিনের প্রথমঃ মাশরাফির পর জিম্বাবুয়ে শিবিরে আঘাত হানেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। দলীয় ২৮ রানের মাথায় ব্রেন্ডন টেলরকে মোহাম্মদ মিঠুনের হাতে ক্যাচ বানিয়ে আউট করেন তিনি। ফলে দ্রুত ২ উইকেট হারিয়ে বিপদে পড়ে সফরকারীরা। 


শুরুতেই মাশরাফির আঘাতঃ ৩৪২ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ওপেনার কামুনহুকামউইয়ের উইকেটটি তুলে নেন মাশরাফি বিন মুর্তজা। উইকেটরক্ষক লিটন দাসের হাতে ক্যাচ বানিয়ে দলীয় ৫ রানের মাথায় তাঁকে সাজঘরে ফেরত পাঠান বাংলাদেশ দলপতি।



জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে ব্যাট হাতে ঝড় তোলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাস। ৮ ছক্কা এবং ১৬ চারের সাহায্যে মাত্র ১৪৩ বলে ১৭৬ রানের ইনিংস খেলেন তিনি। বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে যা সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস। লিটনের এই ব্যাটিং তাণ্ডবে ৩ উইকেটে ৩২২ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ফলে বৃষ্টি আইনে জিম্বাবুয়ের সামনে লক্ষ্য নির্ধারিত হয় ৪৩ ওভারে ৩৪২ রান।  


বৃষ্টি বিঘ্নিত এই ম্যাচে লিটন ছাড়াও অবশ্য দারুণ ব্যাটিং করেছেন আরেক ওপেনার তা???িম ইকবাল। টানা দ্বিতীয় সেঞ্চুরি করে নিজের সামর্থ্যের প্রমাণ দেন তিনি। এর আগে দ্বিতীয় ওয়ানডেতে ১৫৮ রানের ইনিংস খেলেন তামিম। ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে টানা দুটি সেঞ্চুরি করেন তামিম। এবার আবারো একই কীর্তি গড়েন তিনি। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball