কিছু বিপক্ষে থাকলে জীবন উপভোগ করিঃ মাশরাফি

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে কম উত্থান পতনের মধ্য দিয়ে যাননি মাশরাফি বিন মুর্তজা। খারাপ পারফরম্যান্সের কারণে যেমন সমর্থকদের চক্ষুশূল হয়েছেন আবার তেমনই দেশকে নেতৃত্ব দিয়ে সাফল্যের শিখরেও নিয়ে গেছেন মাশরাফি, একই সঙ্গে বাহবাও আদায় করে নিয়েছেন সমালোচকদের।
খারাপ সময়কে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার মন্ত্র অবশ্য মাশরাফি নিজেই শুনিয়েছেন। জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়ক হিসেবে বিদায়ী ম্যাচে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে মাশরাফি জানান প্রতিকূল পরিস্থিতিতে জীবনকে উপভোগ করা শ্রেয় মনে করেন তিনি।

সদ্য বিদায়ী অধিনায়ক বলেন, 'সবকিছু যখন আপনার জীবনের বিপক্ষে থাকবে, তখন আপনি কতটুকু সামনে যেতে পারেন এই ব্যাপারে একটা চ্যালেঞ্জ নিতে পারেন। সেটা আপনার পরিবার বা আপনার সাথে যারা থাকে তাদের জন্য একটা শিক্ষা হতে পারে। এছাড়া আপনি আরামেই জীবনটা পার করলেন। আমি উপভোগ করি সব যখন বিপক্ষে থাকে। এটাই আমার জীবনের উপভোগের অংশ। সবকিছু যখন পক্ষে থাকে তখন আমার কাছে মনে হয় জীবনের মূল্য কিছুই না।'
বেশ কিছুদিন থেকেই নিজের পারফরম্যান্স এবং অধিনায়কত্ব নিয়ে সমালোচিত হচ্ছেন মাশরাফি বিন মুর্তজা। মূলত এই সমালোচনা শুরু হয় গত ইংল্যান্ড বিশ্বকাপে। সেবার পুরো টুর্নামেন্টে মাত্র একটি উইকেট নিয়ে দেশে ফেরার পর কটাক্ষের শিকার হন তিনি।
বিশ্বকাপের পর অধিনায়ক মাশরাফির শেষের শুরু দেখে ফেলেছেন হাজারো ক্রিকেট প্রেমী। এমনকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনও এর আগে ইঙ্গিত দিয়েছিলেন ওয়ানডেতে নতুন অধিনায়ক আনার। অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার অধিনায়কত্ব ছাড়েন তিনি।