promotional_ad

এখনই সেরা অধিনায়ক বেছে নিতে হবেঃ মাশরাফি

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে অধিনায়কত্বের ইতি টেনেছেন মাশরাফি বিন মুর্তজা। বৃহস্পতিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন ডানহাতি এই পেসার। অধিনায়কত্ব ছাড়লেও খেলা ছাড়ছেন না বাংলাদেশের এই কান্ডারি। 


মূলত নিজের ইচ্ছাতেই অধিনায়কত্বের পদ থেকে সরে দাঁড়ালেন বাংলাদেশের ওয়ানডের সফলতম এই অধিনায়ক। দায়িত্ব ছেড়ে দিলেও দলের প্রয়োজনে সর্বদা নিজেকে বিলিয়ে দেবার প্রত্যয়ও ফুটে উঠে তার বিদায়ী সংবাদসম্মেলনে। সেই সাথে তাগিদ দিলেন খুব দ্রুতই তার স্থলাভিষিক্ত অধিনায়ককে খুঁজে বের করতে।



promotional_ad

'সামনে বিশ্বকাপ আছে ২০২৩ সালে, যেহেতু সবাই বলছিল যে পরিকল্পনা আমাদের করতে হবে। আমি চাই যে নতুন কেউ এখনই আসুক, দল গুছিয়ে নিক। আমি আশা করব যেটা পরিকল্পনা করা হয়েছে সেটা যেন ঠিক থাকে। ২০২৩ সালের জন্য সেরা অধিনায়ক বেছে নিতে হবে।


ম্যাশ আরও বলেন, 'সবাই বলছে, যদি বাহিরের কথা চিন্তা করি তাহলে সবাই চাচ্ছে যে ২০২৩ বিশ্বকাপে এ নতুন অধিনায়ক আনার সময় হয়েছে। আমি মনে করি আমার একটু ভাবা উচিত। ... আমি আসলে অতো ভাবতে পারি না। আজ সকালে মনে হয়েছে। কালকে পর্যন্ত কিছু মনে হয়নি, সকালেই মনে হয়েছে।'


২০১০ সালে দলের গুরুদায়িত্ব বুঝে পেয়েছিলেন ম্যাশ। কিন্তু হাঁটুর ইনজুরির কারণে ঠিকভাবে পারেননি সেই দায়িত্বে মনোনিবেশ করতে। এরপর ২০১৪ সালে ফের পুরোদমে টাইগারদের দায়িত্ব বুঝে নেন টাইগার এই দলপতি।  



এখন পর্যন্ত ৮৭ ম্যাচে টাইগারদের নেতৃত্ব দিয়েছেন ম্যাশ। নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশকে দুইটি বিশ্বকাপে। বাংলাদেশের ক্রিকেটকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়। দেশের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ জয়ের রেকর্ডটিও তার।


৮৭ ম্যাচে অধিনায়কত্ব করে জয় পেয়েছেন ৪৯টি ম্যাচে। শুক্রবার (৬ মার্চ) জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের হাফসেঞ্চুরির অপেক্ষায় টাইগার এই দলপতি। এই ম্যাচে জিতলে অধিনায়ক হিসেবে ৫০টি ম্যাচ জয়ের কীর্তি গড়বেন মাশরাফি। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball