দল ছেড়ে ঢাকার পথে শফিউল

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফেঞ্জি করেসপন্ডেন্ট ||
সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ। শেষ ম্যাচের ঠিক আগেরদিন দুঃসংবাদ এলো বাংলাদেশ দলের পেসার শফিউল ইসলামের কাছে। তার বাবা লাইফ সাপোর্টে থাকায় ম্যাচ রেখে ঢাকায় ফিরছেন এই পেসার।
ক্রিকফ্রেঞ্জি সূত্রে জানা গিয়েছে তিনি সিলেট থেকে বেলা ১টায় ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

দলের হয়ে প্রথম ওয়ানডেতে খেলতে না পারলেও দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নেমেছিলেন এই পেসার। সেই সঙ্গে বাগিয়ে নিয়েছিলেন একটি উইকেটও। শুক্রবার সিরিজের শেষ ম্যাচে মাঠে নামার কথা ছিল তার। কিন্তু পারিবারিক কারণে তিনি ঢাকা ফিরে আসছেন।
জানা গেছে রাজধানীর একটি হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন শফিউলের বাবা।
সিরিজের শেষ ম্যাচে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে কাল বাংলাদেশ মুখোমুখি হবে সফরকারী জিম্বাবুয়ের। ইতোমধ্যেই প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত হয়ে গিয়েছে স্বাগতিকদের।