promotional_ad

নিউজিল্যান্ড দলে ফিরলেন বোল্ট-ফার্গুসন

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||  

আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের ওয়ানডে দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। ইনজুরি কাটিয়ে দলে ফিরছেন ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন এবং ম্যাট হ্যানরি। আর দল থেকে বাদ পড়েছেন হামিশ বেনেট ও স্কট কুগেলেইন।


ঘরের মাঠে ভারতকে টেস্ট এবং ওয়ানডেতে হোয়াইটওয়াশ করে কিউইদের সামনে এখন লক্ষ্য অজি বধ। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের সঙ্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে ব্ল্যাক ক্যাপসরা।

অস্ট্রেলিয়ার মাটিতে এখন পর্যন্ত ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পায়নি নিউজিল্যান্ড। ভারতের বিপক্ষে হোয়াইটওয়াশের অভিজ্ঞতা তাদের এবার অধরা সেই জয়ের হাতছানি দিচ্ছে। ভারত সিরিজে চোটের কারণে ছিটকে যাওয়া ত্রিমূর্তি বোল্ট, ম্যাট হ্যানরি এবং ফার্গুসন ফিরছেন অজিদের বিপক্ষে সিরিজে।
আর হ্যানরি ও ফার্গুসন বিশ্বকাপ ফাইনালের পর খেলেননি আর কোনো ওয়ানডে। সর্বশেষ তাদের দেখা গিয়েছিল এই অজিদের বিপক্ষেই। তবে সেটি সাদা পোশাকের টেস্ট ম্যাচে।

সেই সাথে দল থেকে বাদ পড়েছেন  হামিশ বেনেট ও কুগেলেইন। নিজের জায়গা ধরে রেখেছেন ভারত সিরিজে দুর্দান্ত খেলা কাইল জেমিসন। আগামী ১৩ মার্চ সিডনিতে হবে প্রথম ওয়ানডে। এক দিন বাদে একই ভেন্যুতে গড়াবে দ্বিতীয় ম্যাচ। হোবার্টে ২০ মার্চ অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।

নিউজিল্যান্ড ওয়ানডে দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম ব্লান্ডেল, ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, লকি ফার্গুসন, মার্টিন গাপটিল, ম্যাট হ্যানরি, কাইল জেমিসন, টম ল্যাথাম (উইকেটরক্ষক), জিমি নিশাম, হেনরি নিকোলস, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি এবং রস টেইলর।



promotional_ad




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball