উইকেট নিয়ে ধোঁয়াশায় দুই অধিনায়ক

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের উইকেটের আচরণ আগে থেকে বলা খুবই কঠিন। পরিসংখ্যান থেকে জানা যায়, একেক সময় একেক রূপ নিয়েছে এই মাঠের উইকেট। আন্তর্জাতিক ক্রিকেট শুরু হওয়ার পর গতি এবং বাউন্সই ছিল সিলেটের উইকেটের বৈশিষ্ট।
যদিও সময়ের পরিক্রমায় কখনও স্পিন সহায়ক এবং মন্থর উইকেটের রূপ নিয়েছে এটি। বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে উইকেটে দেখা গেছে ঘাসের রাজত্ব। খালি চোখে দেখ??? উইকেট এবং আউটফিল্ডকে আলাদা করার উপায় নেই।

রবিবার (১ মার্চ) প্রথম ওয়ানডের আগেই উইকেটের ঘাস ছেঁটে ফেলা হবে। এরপরও বোঝার উপায় নেই উইকেটের আচরণ কেমন হতে চলেছে। সিরিজ শুরুর আগে বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এবং জিম্বাবুয়ের অধিনায়ক চামু চিবাবা উইকেট নিয়ে ধোঁয়াশায় আছেন।
মাশরাফি বলেছেন, 'উইকেটে ঘাস আছে অনেক। তবে কেটে ফেলবে, বলেছে। অনুমান করা কঠিন (আচরণ)। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ওয়ানডে যখন এখানে খেলেছিলাম, তখন অনেক ধীরগতির ছিল। শিশিরও ছিল। রাতে ব্যাটিং করা একেবারে সহজ ছিল।'
শিশির নিয়েও চিন্তায় আছেন বাংলাদেশ দলপতি। এ প্রসঙ্গে তিনি বলেন, 'এখন শিশির কতটা থাকবে…গরম প্রায় চলেই এসেছে। কাল একটা পরিস্কার ধারণা পাওয়া যাবে। এখন আউটফিল্ড এবং উইকেট মনে হচ্ছে একই। তবে ঘাস কাটবে। কতটুকু কাটবে, দেখা যাক।'
উইকেট প্রসঙ্গে জিম্বাবুয়ে অধিনায়ক চিবাবা বলেছেন, 'কালকে অনুশীলনের সময় উইকেট দেখেছি। অনেক ঘাস ছিল। তবে তারা বলেছে, ঘাস কাটা হবে। দেখা যাক, শেষ পর্যন্ত কেমন হয়।'