promotional_ad

ভেটরির ক্লাসে হাসান মুরাদ

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জয়ী দলের সদস্য হাসান মুরাদ। যুব দলের ক্রিকেটার হলেও এই স্পিনারকে জাতীয় দলের স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেটরির সঙ্গে বোলিং নিয়ে কাজ করার সুযোগ করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


বুধবার (২৬ ফেব্রুয়ারি) মুরাদ ছাড়াও ভেটরির ক্লাসে ছিলেন নাজমুল ইসলাম অপু, আমিনুল ইসলাম বিপ্লব এবং তানভির ইসলাম। তাদের বোলিং ভ্যারিয়েশন নিয়ে কাজ করেছেন ভেটরি।



promotional_ad

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে বৃহস্পতিবার বিকেলে সিলেটে উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ। এর আগে এদিন সকালে ভেটরির সঙ্গে আরেক সেশন নিজেদের ঝালিয়ে নেবেন বিপ্লব-মুরাদরা।


এ প্রসঙ্গে মুরাদ বলেছেন, 'বোর্ড থেকে আমাদের আসতে বললো। বললো প্রোগ্রাম আছে। মনে হয় কালকেও একটা সেশন আছে। আমাদের চারজনকে ডেকেছিলো। একদিনে তো পার্থক্য বোঝা যায় না। ছোটো ছোটো বিষয়গুলো দেখানোর চেষ্টা করছে।'


অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের হয়ে হাসান মুরাদ খেলেছেন দুই ম্যাচ—কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল। ওই দুই ম্যাচে তিনি পান তিন উইকেট। ফাইনালে দলের কম্বিনেশনের কারণে তাঁর সুযোগ হয়নি।



যুব দলে থেকেই ভেটরির সঙ্গে কাজ করাকে বড় সুযোগ হিসেবেই দেখছেন বাঁহাতি স্পিনার মুরাদ। তাঁর বিশ্বাস এই পর্যায়ে আন্তর্জাতিক মানের কোচের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ভবিষ্যতে কাজে লাগবে তাঁর।


মুরাদের ভাষ্য, 'এটা আমাদের জন্য অনেক বড় সুযোগ। ১৯ লেভেলে বড় কোচ পাচ্ছি। সৌভাগ্যবান যে এখন থেকেই আন্তর্জাতিক মানের কোচ পাচ্ছি, যা আমাদের ভবিষ্যতে অনেক ভালো হবে৷ স্কিলও আমাদের ভালো হবে।' 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball