promotional_ad

তামিমের চেয়ে এক রান হলেও বেশি করতে চান মুশফিক

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


তামিম ইকবালকে টপকে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রানের মালিক এখন মুশফিকুর রহিম। এই রেকর্ডের পর মুশফিক জানিয়েছেন ক্যারিয়ারের শেষে তামিমের চেয়ে এক রান হলেও এগিয়ে থাকতে চান তিনি। 


তামিম এবং মুশফিক দুজনই বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান। দুজনের মধ্যে প্রতিযোগিতাও প্রবল। তামিমের সাফল্য খুশি হলেও ক্যারিয়ারের শেষে নিজেকেই এগিয়ে দেখতে চান মুশফিক।



promotional_ad

এ প্রসঙ্গে তিনি বলেছেন, 'আমি ওকে অনেক অনুপ্রাণিত করি, ও আমাকে অনেক অনুপ্রাণিত করে। আমি জানি, আমার সাফল্যে ও অনেক খুশি হয়, ওর সাফল্যে আমিও খুশি হই। এরকম স্বাস্থ্যকর প্রতিযোগিতা দলের জন্য ভালো। আমি মনে-প্রাণে চাই ও যেন সর্বোচ্চ রান করে। তবে, এটাও চাই ওর থেকে যেন এক রান হলেও আমি বেশি করি।'


তামিম ইকবালকে অনেকবারই নিজের প্রিয় ব্যাটসম্যান হিসেবে দাবি করেছেন মুশফিক। অনেক সময় তামিমের ড্রাইভ দেখে আক্ষেপে পুড়েন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। তার সঙ্গে অন্যরকম একটা প্রতিযোগিতাও থাকে বলে জানিয়েছেন মুশফিক।


এমন স্বাস্থ্যকর প্রতিযোগীতা দলের জন্য ভালো বলে মনে করেন মুশফিক। সম্প্রতি প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের রেকর্ড ৩৩৪ রানের ইনিংস খেলেছেন তামিম। আপাতত সেই রেকর্ডে চোখ রাখছেন মুশফিক।



এ প্রসঙ্গে মুশফিকের ভাষ্য, 'বাংলাদেশের ক্রিকেটে ব্যাটিংয়ের সব রেকর্ড কিন্তু ওর। ও একটা মানদণ্ড বেঁধে দিয়েছে। একজন খেলোয়াড় এমন কিছু করে দিলে, সব সময় কথা হয় যে কে কত তাড়াতাড়ি ওটা ভাঙতে পারে। আমরা হয়তো ওর কাছাকাছি যেতে পারি। আজ হয়নি, ইনশাআল্লাহ সামনের কোনো বার যেন ওকে টপকাতে পারি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball