শের-ই-বাংলায় নিষিদ্ধ সাকিব

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার একমাত্র টেস্টের স্পন্সর হিসেবে আছে একটি ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানের পন্যদূত হিসেবে আছেন সাকিব আল হাসান। সেই সূত্রেই ঢাকা টেস্টে শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে শোভা পাচ্ছিলো সাকিবের ছবি সংবলিত ছাতা।
ঢাকা টেস্টের তৃতীয় দিন বিকেলে সেই সব ছাতা খুলে নেয়া হয়েছে। অন্য বেশকিছু ছাতা থাকলেও শুধু সাকিবের ছবিযুক্ত ছাতাগুলো সরিয়ে নেয়া হয়েছে। এই ছাতাগুলো সরিয়ে নেয়ার দায়িত্বে থাকা এক কর্মী শীর্ষ স্থানীয় এক দৈনিককে বলেছেন, সাকিবের ছবি থাকার কারণে খুলে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে তাঁদের।

ছাতাগুলো সরিয়ে নেয়া হলেও একই প্রতিষ্ঠানের বিজ্ঞাপনী হোর্ডিং স্টেডিয়ামের চার দিকে আছে। শুধু তুলে নেয়া হয়েছে সাকিবের ছবি সংবলিত এক ছাতা। এ প্রসঙ্গে বিস্তারিত জানাতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
যদিও বিসিবির এক কর্মকর্তা বলেছেন, আন্তর্জাতিক ম্যাচ চলার সময় ভেন্যুতে নিষিদ্ধ খেলোয়াড়কে দিয়ে কোনো প্রচারণা করা যাবে না। তবে সাকিবের ছবি সংবলিত ছাতা সরিয়ে নেয়ার কারণ এটাই কিনা সেটা জানাতে পারেননি তিনি।
গত অক্টোবর ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করে এক বছরের আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন সাকিব। এই সময় ক্রিকেটীয় কোনো কার্যক্রমের অংশ হতে পারবেন না তিনি।