মুশফিকের কাছে টেস্টের রাজত্ব হারালেন তামিম

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
তিন ফরম্যাটের ক্রিকেটেই একসময় বাংলাদেশের সর্বাধিক রান সংগ্রাহক ছিলেন তামিম ইকবাল। কদিন আগেই টি-টোয়েন্টিতে তামিমকে ছাড়িয়ে গেছেন মুশফিকুর রহিম। এবার টেস্টেও এই ওপেনারকে ছাড়িয়ে গেছেন মুশফিক।
৬০ ম্যাচে তামিমের রান ৪ হাজার ৪০৫। ঢাকা টেস্টে তৃতীয় দিনে দারুণ এক ডাবল সেঞ্চুরি করে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় শীর্ষে উঠে এসেছেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিক।

তামিমকে ছাড়িয়ে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রানের রেকর্ড গড়ার খানিক পরেই ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরিতে পৌঁছান মুশফিক। ১৮ চারে ১৬০ বলে তিন অঙ্ক ছুঁয়েছিলেন তিনি।
এরপর তৃতীয় দিনের চা বিরতির পর ৩১৫ বলে ডাবল সেঞ্চুরিতে পৌঁছান এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। শেষ পর্যন্ত ৩১৮ বলে ২৮ চারে ২০৩ রানে অপরাজিত থাকেন তিনি। ৭০ ম্যাচে মুশফিকের রান এখন ৪ হাজার ৪১৩।
সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় তিন নম্বরে আছেন সাকিব আল হাসান। ৫৬ ম্যাচে তাঁর রান ৩ হাজার ৮৬২। ৫০ ম্যাচে ৩ হাজার ২৬ রান করে চার নম্বরে আছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। আর ৪০ ম্যাচে ২ হাজার ৮৬০ রান করে পাঁচ নম্বরে আছেন বর্তমান টেস্ট অধিনায়ক মুমিনুল হক।