নির্বাচকদের প্রতি কৃতজ্ঞ শান্ত

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
২০১৭ সালে ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল নাজমুল হোসেন শান্তর। অভিষেকের তিন বছর পর রাওয়ালপিন্ডিতে চলতি বছর দ্বিতীয় টেস্ট খেলেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। এই মাঝের সময়টাতে ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলেও নিয়মিত হতে পারেননি তিনি।
এই সময় শান্তকে হারিয়ে যেতে দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তারা নিয়মিত বাংলাদেশ 'এ' দল, বিসিবি হাইপারফরম্যান্স দলের হয়ে খেলিয়েছেন তাকে। এজন্য নির্বাচকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান।

এ প্রসঙ্গে শান্ত বলেছেন, 'লম্বা সময় ধরে আমি পরিকল্পনায় আছি, এটা একটা ইতিবাচক দিক। সেটা প্রত্যেক ক্রিকেটারেরই থাকা উচিত। আমি মনে করি যখন জাতীয় দল থেকে বাদ পড়লাম এরপরও আমি হাই পারফরম্যান্স, 'এ' দলে ছিলাম। এটা আমার জন্য একটা ইতিবাচক দিক যে নির্বাচকেরা আমাকে ঐ জায়গাতে সুযোগ দিয়েছে। প্রত্যেক ক্রিকেটারেরই এমন সুযোগ পাওয়াটা গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি।'
২০১৮ সালের এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন শান্ত। জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন দুই ওয়ানডের দলে ফিরেছেন তিনি। একাদশে সুযোগ পেলে নিজের সেরাটা দিতে চান এই ব্যাটসম্যান।
শান্ত বলেছেন, 'আমি এখন অনুভব করছি যে মাঠে যখন নামি তখন আগের চেয়ে বেশি স্বাচ্ছন্দ্যে থাকি। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। আর ওয়ানডে দলের কথা আপনি যেটা বললেন যে এখনই শুনলাম। আলহামদুলিল্লাহ যদি সেখানেও সুযোগ পাই ম্যাচ খেলার তাহলে ভালো করার চেষ্টা করবো।'