promotional_ad

মুমিনুল-মুশফিকের দিকে তাকিয়ে শান্ত

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


জিম্বাবুয়ের করা ২৬৫ রানের জবাবে ৩ উইকেটে ২৪০ রান করে দ্বিতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। ঢাকা টেস্টের তৃতীয় দিন বাংলাদেশকে নতুন করে শুরু করতে হবে বলে মনে করেন নাজমুল হোসেন শান্ত।


দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে শান্ত জানিয়েছেন, মুমিনুল হক, মুশফিকুর রহিমরা লম্বা ইনিংস খেললে দলের জন্য উপকার হবে। তাই তৃতীয় দিন তাদের দিকে তাকিয়ে আছেন এই টপ অর্ডার ব্যাটসম্যান।



promotional_ad

এ প্রসঙ্গে শান্ত বলেছেন, 'আসলে এটা বলা কঠিন কারণ কাল আবার নতুন করে শুরু করতে হবে। এখন মুমিনুল ভাই এবং মুশফিক ভাই অনেক ভালো ব্যাটিং করছে। আমার মনে হয় তারা দুইজন যদি খেলে যেতে পারে, মানে যত লম্বা করা যায় আরকি তাতে আমাদের জন্য উপকার হবে।'


জিম্বাবুয়েকে অল্প সংগ্রহে আটকে দিয়ে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু পেয়েছিলেন বাংলাদেশের প্রায় সব ব্যাটসম্যান। তামিম ইকবাল করেছেন ৪১ রান। শান্ত আউট হয়ে গেছেন ৭১ রান করে। তাই দিন শেষে ইনিংস লম্বা করার আক্ষেপটা রয়েই গেছে শান্তর।


এ প্রসঙ্গে এই টপ অর্ডার ব্যাটসম্যান বলেছেন, 'অবশ্যই সুযোগ ছিল, যেহেতু উইকেট ভালো ছিল। তবে এরপরেও আমি মনে করি যে যতটুকু ব্যাটিং করেছি আউটটা ছাড়া সেটা ভালো হয়েছে। তবে যেভাবে খেলছিলাম, শুরুটা যেভাবে হয়েছিল তাতে ইনিংসটা বড় করা উচিত ছিল।'




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball