৩২ ওভারের স্পেলের রহস্য জানালেন নাঈম

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
নাঈম হাসানের দারুণ বোলিংয়ের সুবাদে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিন প্রতিরোধ গড়তে পেরেছে বাংলাদেশ। দিন শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ২২৮ রান। এর মধ্যে নাঈমের দখলেই গেছে ৪ উইকেট।
এদিন মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে টানা ৩২ ওভারের স্পেল করেছেন নাঈম। এই স্পিন বোলিং অলরাউন্ডার জানিয়েছেন ঘরোয়া ক্রিকেটে টানা বোলিংয়ের অভ্যাস তাঁকে এই ম্যাচে ৩২ ওভারের স্পেলে সহায়তা করেছে।

এ প্রসঙ্গে নাঈম বলেছেন, 'অভ্যাসটা জাতীয় লিগ থেকেই হয়েছে। আমি সেখানেও লম্বা স্পেলে বোলিং করেছি। আমি লম্বা স্পেলে বোলিং করলে চেষ্টা করি ধৈর্য ধরে একই জায়গায় বোলিং করার।'
শুরুটা আবু জায়েদ রাহীর হাত ধরে এলেও দিন শেষে নায়ক সেই নাঈম। ৩৬ ওভার বোলিং করে মাত্র ৬৮ রান দিয়ে এই অফ স্পিনার তুলে নিয়েছেন ৪ উইকেট। শেষ বিকেলে ৮৯তম ওভারে এসে সেঞ্চুরিয়ান ক্রেইগ আরভিনকেও ফিরিয়েছেন তিনি।
দ্বিতীয় দিনের বোলিং পরিকল্পনা জানিয়ে নাঈম বলেছেন, 'আমি কিছু ট্রাই করছি না। আমি একটা জায়গায় বোলিং করার ট্রাই করছি। যত তাড়াতাড়ি অল আউট করতে পারি ততই ভালো। ওর উইকেটটা পাওয়ার পর আর আছে ৪টা। টেল এন্ডার। এখন চেষ্টা থাকবে শুধু ভালো জায়গায় বোলিং করে অল আউট করা।'