ভেটরির সঙ্গে চুক্তিতে পরিবর্তন আনছে বিসিবি
ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেটরির সঙ্গে চুক্তিতে পরিবর্তন করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিউই এই কিংবদন্তি স্পিনারকে আরো বেশি সময় দেশীয় স্পিনারদের অনুশীলনে চাইছে বিসিবি। ক্রিকবাজকে এমন খবর নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।
নিজামউদ্দিন বলেন, 'আমরা তাঁর চুক্তির বিষয়টি নিয়ে আবারও ভাবছি। আমাদের নতুন পরিকল্পনা তাঁর পছন্দ হয়েছে। সে সময় দিতেও প্রস্তুত। পাশাপাশি আমাদের এটাও মাথায় রাখতে হবে যে তাঁর মতো কেউ একজন যদি ড্রেসিং রুমে থাকে, তাহলে ক্রিকেটাররাও অনুপ্রাণিত হয়।

আমাদের একটা বিষয়ে ভালোভাবে নজর দিতে হবে। সেটা হচ্ছে তাঁর কাছ থেকে কীভাবে আমরা শতভাগ পেতে পারি।'
এর আগে সাবেক স্পিন কোচ সুনীল যোশীর সঙ্গে চুক্তি বাতিল করে ভেটরির সঙ্গে চুক্তি করে বিসিবি। গত বছরের জুলাইয়ে তাঁর সঙ্গে চুক্তি করে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলের সঙ্গে একশ দিন কাজ করার চুক্তিতে ২৫ অক্টোবর ঢাকায় আসেন ভেটরি।
একশ দিনে দিন প্রতি আড়াই হাজার মার্কিন ডলার নেয়ার শর্তে বাংলাদেশের স্পিন বোলিং কোচ হন তিনি। এবার অবশ্য আরো লম্বা সময় ধরে তাঁকে কাছে পেতে পারেন দেশের স্পিনাররা।
কোচ হওয়ার পর প্রথমেই ভারত সফরে যান ভেটরি। এরপর নিরাপত্তার কারণে পাকিস্তান সফরে যাননি তিনি। জিম্বাবুয়ে সিরিজ উপলক্ষে ২০ ফেব্রুয়ারি জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন ভেটরি।