অস্থিরতা এবং আবেগ নিয়ন্ত্রণের পরামর্শ ডমিঙ্গোর

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
ক্রিকেট নিয়ে আবেগের অন্ত নেই বাংলাদেশের সমর্থকদের। মাস পাঁচেক আগে বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব নিয়ে সেটা ইতোমধ্যে বুঝে গেছেন রাসেল ডমিঙ্গো। সম্প্রতি এক সাক্ষাৎকারে বাংলাদেশের প্রধান কোচ জানিয়েছেন, তিনি মনে করেন বাংলাদেশের সবার অস্থিরতা এবং আবেগ নিয়ন্ত্রণ করা উচিত।
শুধু ক্রিকেটারদের দিকেই আঙুল তুলেননি ডমিঙ্গো। তিনি মিডিয়া, বোর্ড এবং সবার আবেগ ও অস্থিরতা নিয়ন্ত্রণের পরামর্শ দিয়েছেন। এগুলো নিয়ন্ত্রণ করতে পারলে বাংলাদেশ জাতীয় দলের পারফরম্যান্স আরও ভালো হবে বলে আশাবাদী তিনি।

এ প্রসঙ্গে ডমিঙ্গো বলেন, ‘পারফরম্যান্সের ক্ষেত্রে ছেলেদের অস্থিরতা ও আবেগ নিয়ন্ত্রণ করতে হবে এবং এর সঙ্গে আরও ভালো ভাবে আমাদের ভারসাম্য বজায় রাখতে হবে। আমি মিডিয়া, বোর্ড, প্লেয়ার এবং প্রত্যেকের কথা বলছি।'
অনেক দিন ধরেই জয়ের ধারায় নেই বাংলাদেশ। জয় নামক শব্দের সাথে সম্ভবত আড়ি চলছে বাংলাদেশ ক্রিকেট দলের। চলতি মাসেই পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ইনিংস ও ৪৪ রানে হেরেছে বাংলাদেশ। মুমিনুল হকের নেতৃত্বে সর্বশেষ তিন টেস্টেই ইনিংস হারের লজ্জায় পড়েছে টাইগাররা। এমন পরিস্থিতিতে সবাইকে আরও ধৈর্যশীল হতে বললেন ডমিঙ্গো।
ডমিঙ্গো বলেছেন, 'আপনি যখন জিতেন এটি অবিশ্বাস্য এবং আপনি যখন হেরে যান সব কিছুই মূল্যহীন। আপনি যখন জিতবেন তখন আপনি এতটা খুশি হতে পারবেন না এবং হেরে গেলে হতাশ হবেন। সাফল্য এবং ব্যর্থতাগুলির সঙ্গে প্রত্যেককে আরও সংযত হওয়া দরকার এবং কেবল সেই পথেই দল আরও ধারাবাহিক হতে পারে।'