promotional_ad

মুমিনুলের পাশে দাঁড়াচ্ছেন ডমিঙ্গো

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সাকিব আল হাসানের নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশের টেস্ট অধিনায়কত্ব দেয়া হয়েছে মুমিনুল হককে। যদিও তাঁর নেতৃত্বে তিন টেস্টেই ইনিংস ব্যবধানে হেরছে বাংলাদেশ। 


তাই মুমিনুলের নেতৃত্ব নিয়েও সমালোচনা হচ্ছে। এমন সময় তাঁর পাশে দাঁড়াচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। মুমিনুলকে আরও সমর্থন দেয়ার পক্ষে বাংলাদেশ জাতীয় দলের এই কোচ।



promotional_ad

ক্রিকবাজের সঙ্গে আলাপকালে ডমিঙ্গো জানিয়েছেন, তাঁর বিশ্বাস অধিনায়কত্ব এবং ব্যক্তিগত পারফরম্যান্সের মধ্যে সমন্বয়ের জন্য মুমিনুলকে সময় দেয়া উচিত। মুমিনুল বাংলাদেশের সেরা টেস্ট ব্যাটসম্যান। তিনি দ্রুতই ঘুরে দাঁড়াবেন বলে ধারণা ডমিঙ্গোর।


তিনি বলেছেন, 'সম্ভবত বাংলাদেশে মুমিনুলের টেস্ট রেকর্ড সবচেয়ে ভালো। তাঁর আটটি সেঞ্চুরি আছে কিন্তু আমি কিছুটা সময় নিতে চাই তাঁর অধিনায়কত্ব এবং রান করার মধ্যে সমন্বয়ের জন্য। এই সময় সেও জানতে পারবে অধিনায়কত্বের সঙ্গে তাল মিলিয়ে কীভাবে ব্যক্তিগত পারফরম্যান্স করা যায়। সে বাংলাদেশের অন্যতম সেরা টেস্ট ব্যাটসম্যান, আমাদের উচিত তাঁকে সমর্থন দেয়া।'


সর্বশেষ তিন টেস্টের ছয় ইনিংসে মুমিনুলের রান মাত্র ১১৫। এমন পরিস্থিতিতেও ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে মুমিনুলের নেতৃত্বেই ভরসা রেখেছে বাংলাদেশ জাতীয় দলের ম্যানেজমেন্ট। 



মুমিনুল অবশ্য কদিন আগেই বলেছিলেন দীর্ঘ মেয়াদে নেতৃত্ব ভার পেলে তাঁর কাজ করতে সুবিধা হবে। মুমিনুলের ভাষ্যমতে, ‘দীর্ঘমেয়াদি নেতৃত্বের নিশ্চয়তা পেলে তার জন্য কাজ করতে সুবিধা হবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball