নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন ডু প্লেসি
ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
দক্ষিণ আফ্রিকার টেস্ট ও টি-টোয়েন্টির সংস্করণের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন ফাফ ডু প্লেসি। সোমবার এমন ঘোষণা দিয়েছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।
'শেষ কয়েকবছর তিন সংস্করণে আমার দলকে প্রতিনিধিত্ব এবং নেতৃত্ব দেয়ার সুযোগ হয়েছে আমার। এটা অনেক সম্মানের। কখনও আমার নেতৃত্বে পুরস্কৃত হয়েছি, কখনও বাজে সময় পার করেছি এবং কখনও একাই এগিয়ে গিয়েছি।

এসব অভিজ্ঞতা ছিল অসাধারণ। যা আমাকে এই অবস্থায় এনে দিয়েছে এবং সত্যিই খুব গর্বিত।', বলেছেন প্লেসি।
তিন সংস্করণের ক্রিকেটে লম্বা সময় ধরে ভালো সময় যাচ্ছে না প্রোটিয়াদের। অধিনায়ক হিসেবে এই চাপ এসেছে ডু প্লেসির কাঁধে। বিশেষ করে ইংল্যান্ড বিশ্বকাপ থেকে আশানরুপ ফলাফল আনতে ব্যর্থ হচ্ছিল দক্ষিণ আফ্রিকা।
কিছুদিন আগেই অবশ্য ওয়ানডে ক্রিকেটে নেতৃত্ব ছাড়েন ডু প্লেসি। তাঁর বদলে অধিনায়কত্ব পান কুইন্টন ডি কক। এবার বাকি দুই সংস্করণে নেতৃত্ব ছাড়লেও খেলা চালিয়ে যাবেন তিনি।
২০১২ সালে টি-টোয়েন্টিতে প্রথমবার অধিনায়কত্বের দায়িত্ব পান প্লেসি। সেই থেকে তিন সংস্করণে মোট ১১২টি ম্যাচে প্রোটিয়াদের অধিনায়কত্ব করেন তিনি।