আবারও দিবা-রাত্রির টেস্ট খেলবে ভারত

ছবি: ছবিঃ বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
গত বছরের নভেম্বরে ইডেন গার্ডেন্সে বাংলাদেশের বিপক্ষে নিজেদের প্রথম দিবা-রাত্রির টেস্ট খেলেছে ভারত। এবার তারা অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় দিবা-রাত্রির ম্যাচ খেলতে চলেছে।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি জানিয়েছেন, চলতি বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া সফরে একটি দিবা-রাত্রির টেস্ট খেলবে ভারত।

এ প্রসঙ্গে গাঙ্গুলি বলেছেন, 'হ্যাঁ, ভারতীয় দল অস্ট্রেলিয়ায় একটি দিবা-রাত্রির টেস্ট খেলবে। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে ঘোষণা দেয়া হবে।'
এ ছাড়া পরবর্তী হোম সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে একটি দিবা-রাত্রির টেস্ট আয়োজন করা হতে পারে বলে জানিয়েছেন ভারতের এই সাবেক অধিনায়ক। এখন থেকে প্রতিটি সিরিজেই একটি করে দিবা-রাত্রির টেস্ট আয়োজনের চেষ্টা করবে বিসিসিআই।
অস্ট্রেলিয়ার মাটিতে কোন ভেন্যুতে দিবা-রাত্রির টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে-এখনো তা চুড়ান্ত হয়নি। তবে পার্থ অথবা অ্যাডিলেডে ম্যাচটি আয়োজন করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ এই দুটি শহরেই ভারতীয় প্রবাসীদের সংখ্যা অনেক বেশি।