promotional_ad

ডমিঙ্গোর ভ্যালেন্টাইন্স কাটলো গিবসনের সঙ্গে

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


কদিন পরেই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শুরু হচ্ছে বাংলাদেশের। আসন্ন এই সিরিজের প্রস্তুতি শুরু হয়েছে শনিবার (১৫ ফেব্রুয়ারি)। মুমিনুল হক, আল হামিন হোসেন, মোহাম্মদ মিঠুনদের অনুশীলনে উপস্থিত ছিলেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।


তিনি বিশেষ করে মুমিনুল এবং আল আমিনকে নিয়ে কাজ করেছেন। অনুশীলনের এক ফাঁকে সাংবাদিকদের সঙ্গে হাস্যরসে মেতেছিলেন এই প্রোটিয়া কোচ। সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, 'তোমরা এখানে কি করো? তোমাদের কি বাড়িঘর নেই?'



promotional_ad

বাংলাদেশে থাকায় নিস্তরঙ্গ ভ্যালেন্টাইন্স কেটেছে ডমিঙ্গোর। তিনি জানিয়েছেন, এই দিনটি পেস বোলিং কোচ ওটিস গিবসনের সঙ্গে কাটিয়েছেন তিনি। এ প্রসঙ্গে ডমিঙ্গো বলেছেন, 'ভ্যালেন্টাইন্স আমিও কাটিয়েছি, আমার ভাগ্যে ছিল গিবসন।' 


কোচ হাস্যরসে মাতলেও অনুশীলনে বাংলাদেশের ক্রিকেটাররা ছিলেন বেশ সিরিয়াস মুডে। এদিন নিজেদের ব্যাটিং ঝালিয়ে নিয়েছেন ওপেনার তামিম ইকবাল এবং অধিনায়ক মুমিনুল হক।


তাদের ছোটোখাটো ভুলত্রুটি সুধরে দিয়েছেন, কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। অনুশীলন শেষে আরেক ব্যাটসম্যান মিঠুন বলেছেন, 'সালাহউদ্দিন স্যারও আসছে, কোচরাও ছিল। সবাই মিলে আরকি কীভাবে একটা প্লেয়ারের জন্য বেটার হয়, সেটা নিয়ে আলোচনা করছিল।'




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball