এভাবে তো আর চলতে পারে নাঃ মিঠুন

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
টেস্টে টানা ব্যর্থ হচ্ছে বাংলাদেশ। গত বছর ভারতের বিপক্ষে দুই টেস্টেই ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্টেও একই ব্যবধানে হেরেছে মুমিনুল হকের দল।
এমন ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ানোই এখন চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য। দলের বিশেষজ্ঞ ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন মনে করেন এভাবে চলতে পারে না। ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়াতে প্রত্যেককে নির্দিষ্ট ভূমিকা দিচ্ছে বাংলাদেশ দলের ম্যানেজমেন্ট। সেভাবেই কাজ করছেন তাঁরা।

এ প্রসঙ্গে মিঠুন বলেছেন, 'প্রস্তুতি বলতে আমরা সবাই এই ব্যাপার নিয়ে চিন্তিত। অনেকদিন ধরে টেস্ট ভালো যাচ্ছে না। দল হিসেবে আমরা ভালো খেলতে পারছি না। এটা নিয়ে কিভাবে ফিরে আসা যায় সেটা ভাবছি। এভাবে তো আর চলতে পারে না। এজন্যই আমাদের সবাইকে নির্দিষ্ট ভূমিকা দেয়া হচ্ছে।'
নিজেদের ভূমিকা নিয়ে মিঠুন খোলাসা করে বলেন, 'আমরা ফিল করেছি যে স্পেসিফিক ভূমিকা নেয়া উচিত। কারণ একজন ওপেনারের রোল, আরেকটা সাত নম্বর ব্যাটসম্যানের রোল কখনো এক হয় না। এই জিনিসগুলো আমরা পরিকল্পনা করেছি। পরের সিরিজে ইনশাআল্লাহ্ আমরা চেষ্টা করব যে কীভাবে এটা ইমপ্লিমেন্ট করা যায়।'
নিজেদের ভূমিকা সফল ভাবে পালন করতে পারলেই ঘুরে দাঁড়ানো সম্ভব বলে মনে করেন মিঠুন। ব্যক্তিগত ভাবে সবাই ভালো করলে দলীয় পারফরম্যান্সের উন্নতি হবে বলে মনে করেন মিঠুন।
তিনি বলেছেন, 'আমরা সবাই চেষ্টা করব যে আমরা যেন আমাদের ভূমিকা ঠিক মতো পালন করতে পারি। আমরা সবাই যার যার ভূমিকা পালন করলে দল যে ফলাফল করছে সেটা আরও ভালো হবে।