promotional_ad

পাপনের কথা শুনছে না জাতীয় দল!

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


সর্বশেষ ভারত সফর থেকেই জাতীয় দলের ক্রিকেটাররা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের কথা শুনছেন না। বুধবার (১৩ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে এমন অভিযোগ তুলেছেন বিসিবি প্রধান।


তিনি জানিয়েছেন, এক সময় টস জিতলে কি সিদ্ধান্ত নেয়া হবে সেটা আগে থেকেই জানতেন তিনি। এখন অধিনায়ক -কোচ আগে যেটা বলেন সেটার উল্টো চিত্র হয় মাঠে। এমনটাই জানিয়েছেন তিনি।



promotional_ad

এ প্রসঙ্গে পাপন বলেছেন, 'টসে জিতলে কি নিব, কে কত নাম্বার নামবে সব ছিল আমার মুখস্ত। সেটা এখন কিন্তু নাই। এখন উল্টো হয়, যদি জিজ্ঞেস করি টসে জিতলে কি নিব? যদি বলে ফিল্ডিং নিব, খেলা শুরু হওয়ার পর দেখি ব্যাটিং নিয়েছে। আমি বুঝি না কি হচ্ছে। এটা শুরু হয়েছে ভারত থেকে। ভারতের বিপক্ষে টেস্ট থেকে এমন শুরু হয়েছে।'


গত বছর ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। এর আগে সাদা পোষাকের আফগানিস্তানের বিপক্ষেও হারের স্বাদ পেয়েছে টাইগাররা। পাপন জানিয়েছেন, আফগানিস্তান সিরিজেই বড় ধাক্কা খেয়েছিলেন ।


তিনি বলেছেন, 'তাঁর আগে আমরা ধাক্কাটা খেলাম আফগানিস্তানের সাথে। যা কথা হলো সব উল্টো। আমি দেশে ছিলাম না। যা বলে গেলাম এসে দেখি সব উল্টো। হোচট খাচ্ছি একটু তো ঝামেলা হয়েছেই। সবচেয়ে বড় দায়ী যদি কাউকে করতে হয়, সেটা আমার নিজেকে। বেশি এর থেকে আমি সরে আসছিলাম। ভেবেছিলাম সব নিজেরাই ঠিক হয়ে যাবে।' 



২০১৮ সালে বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব ছেড়েছেন লঙ্কান কোচ চান্ডিকা হাথুরুসিংহে। তাঁর বিদায়ের পর থেকেই বাংলাদেশের কোনো দলগত পারফরম্যান্স নেই বলে ধারণা বিসিবি সভাপতির। এই ধারণা পরিপ্রেক্ষিতে বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স তুলে ধরেছেন তিনি।


পাপন বলেছেন, 'হাথুরুসিংহে চলে যাওয়ার পর থেকেই একটা ছন্দ পতন আমরা দেখতে পেয়েছি। কেউ একাই নিয়ে গেছে খেলাটাকে। কোনো টিম ওয়ার্ক কিন্তু পাইনি। আপনি যদি খেয়াল করে দেখেন বিশ্বকাপে। তারপর তো যাচ্ছে তাই অবস্থা। এই দিক দিয়ে চিন্তা করলে একটু হোচট খেয়েছিই।'
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball