থার্ড আম্পায়ারের হাতে নো বলের সিদ্ধান্ত

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
'নো বল' ধরতে নতুন প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে ইন্টারন্যশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়েই এই প্রযুক্তি প্রয়োগ করতে চলেছে বিশ্ব ক্রিকেটের এই নিয়ন্ত্রক সংস্থা।
এখন থেকে থার্ড আম্পায়ারের সিদ্ধান্ত ছাড়া পায়ের 'নো বল' ডাকতে পারবেন না মাঠের আম্পায়ার। এখন থেকে প্রতিটি বলের পর বোলারের সামনের পায়ের অবস্থান দেখবেন থার্ড আম্পায়ার।

‘নো বল’ হলে তা মাঠের আম্পায়ারকে জানাবেন থার্ড আম্পায়ার। ২০১৬ সালে ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার ওয়ানডে সিরিজ দিয়ে পরীক্ষামূলকভাবে এই প্রযুক্তি ব্যবহার শুরু করেছিল আইসিসি।
এবারই প্রথমবারের মতো আইসিসির বড় কোনো টুর্নামেন্টে ব্যবহৃত হচ্ছে এই প্রযুক্তি। গত বছর ভারত ও ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি সিরিজেও পায়ের ‘নো বল’ ডাকার দায়িত্ব দেয়া হয়েছিল থার্ড আম্পায়ারকে।
এরপর চলতি বছরের জানুয়ারিতে আয়ারল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের সীমিত ওভারের সিরিজে একই দায়িত্বে ছিলেন থার্ড আম্পায়ার। আইসিসি জানিয়েছেন, তারা ১২টি আন্তর্জাতিক ম্যাচে ইতোমধ্যে এই প্রযুক্তি ব্যবহার করেছে।
এর মধ্যে ৪ হাজার ৭১৭টি বলের মধ্যে মাত্র ১৩টিতে পায়ের ‘নো বল’ ডাকা হয়। সবকটিই সঠিক সিদ্ধান্ত বলে গৃহীত হয়েছে। আইসিসির বিশ্বাস পায়ের নো বল ডাকার ক্ষেত্রে আম্পায়ারদের ভুলের সংখ্যা কমাবে এই প্রযুক্তি।