promotional_ad

জিম্বাবুয়ে বলেই ঘুরে দাঁড়ানোর আশ্বাস নান্নুর

ছবিঃ সংগৃহীত
promotional_ad

| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ইংল্যান্ড বিশ্বকাপের পর মাঠের পারফরম্যান্সে খুঁজে পাওয়া যায়নি বাংলাদেশকে। বিশেষ করে বিদেশের মাটিতে তিন ফরম্যাটেই হতাশ করেছে দল। সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে টেস্ট হেরেছে মুমিনুল হকরা। ঘরে ফিরে ১০দিন পরই জিম্বাবুয়ে সিরিজে লড়বে বাংলাদেশ।


বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু আশাবাদী, ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। সাবেক এই অধিয়ানায়ক মনে করেন, ক্রিকেটে উত্থান-পতন থাকবেই। যদিও শেষ ৬ মাসে দল যে খারাপ পারফর্ম করেছে সেটা স্বীকার করলেন তিনি। 



promotional_ad

চলতি মাসের ২২ তারিখ জিম্বাবুয়ের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ শুরু হবে বাংলাদেশের। বিদেশের মাটিতে টানা বাজে পারফর্ম করার পর ঘরের মাঠে জিম্বাবুয়েকে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সকলে। প্রধান নির্বাচক নান্নুও জিম্বাবুয়ে দেখেই ঘুরে দাঁড়ানোর আশা করছেন।


নান্নু বলেন, `ক্রিকেটে আপনার একটা জায়গায় সমানভাবে থাকা কিন্তু কঠিন। উত্থান-পতন আছে ক্রিকেটে। একটা দল কোনোদিন বলতে পারবে না যে আমি একই স্ট্যান্ডার্ডে ক্রিকেট খেলবো। আমরা ৬ মাস ধরে খারাপ খেলছি, আশা করছি ঘরের মাঠের সিরিজ দিয়ে আমরা আবারও ঘুরে দাঁড়াবো।'


সোমবার বিসিবিতে এসে পাকিস্তানের বিপক্ষে টেস্ট হারের পর বিষয়টিকে দুঃখজনক হিসেবে আখ্যা দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। পুরনো বাংলাদেশকে বিগত কয়েক সিরিজে খুঁজে পাওয়া যায়নি বলে মনে করেন তিনি। 



পাপন বলেন, 'পাকিস্তানে এই পারফরম্যান্স খুবই দুঃখজনক। প্রকৃতপক্ষে  গত বিশ্বকাপের পর যে কটা সিরিজ আমরা খেলেছি সেটা কোনভাবেই বাংলাদেশের আগের দলের সঙ্গে মেলাতে পারছি না।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball