পাকিস্তান থেকে আজই ফিরছে বাংলাদেশ দলের একাংশ

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানের বিপক্ষে ইনিংস ও ৪৪ রানে হেরেছে বাংলাদেশ। পাঁচ দিনের ম্যাচ চারদিনেই হেরেছে বাংলাদেশ। এর ফলে আগে ভাগেই দেশে ফিরছেন বাংলাদেশ দলের একাংশ।
মঙ্গলবার বিকাল ৪টা ৪০ মিনিটে দেশে ফিরবেন তারা। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তিনি জানিয়েছেন ১২ জনের একটি দল মঙ্গলবার দেশে ফিরছেন।

দলের বাকি ক্রিকেটাররা বুধবার দেশে ফিরবেন। মঙ্গলবার ক্রিকেটারদের মধ্যে কারা কারা ফিরবেন সেটা এখনও জানায়নি বিসিবি। তবে পাকিস্তানের বিপক্ষে টেস্টে বাজে পারফরম্যান্সের জন্য হতাশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচক।
তিনি বলেছেন, 'খেলোয়াড়দের অভিজ্ঞতা আছে। কিন্তু মাঠে পারফর্ম করতে পারছে না। আমরা আরও ভালো পারফরম্যান্স আশা করেছিলাম। লংগার ভার্সন ক্রিকেটে আরও মনোযাগ দিয়ে ক্রিকেটারদের খেলতে হবে।'
বুধবার (১২ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয় দলের দ্বিতীয় ভাগ বিকাল সাড়ে পাঁচটায় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। এমনটাই নিশ্চিত করেছে বিসিবি।