প্রয়োজনে জাতীয় দল নিয়ে কঠিন সিদ্ধান্ত নেবে বিসিবি

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
দক্ষিণ আফ্রিকার মাটিতে যুব দল বিশ্বমঞ্চে শিরোপা জিতেছে রবিবার। সোমবার পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ইনিংস ব্যবধানে টেস্ট হেরেছে জাতীয় দল। ১২ ঘন্টার ব্যবধানে জয়-পরাজয় দুটারই স্বাদ পেয়েছে বাংলাদেশ। তবে বড়দের এমন পারফরম্যান্সে হতাশ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।
বিসিবি বসের মতে, ইংল্যান্ড বিশ্বকাপের পর পুরনো বাংলাদেশকে খুঁজে পাননি তিনি। দলের মাঝে উন্নতির কোনো ছাপ দেখছেন তিনি। যে কারণে এই বিষয়গুলো ভাবাচ্ছে বিসিবি সভাপতিকে। পাকিস্তানের মাটিতে এমন পারফরম্যান্সকে দুঃখজনক বলে আখ্যা দিয়েছেন নাজমুল হাসান।

জাতীয় দলকে স্বরূপে ফেরাতে ক্রিকেটার, কোচিং স্টাফ থেকে শুরু করে ম্যানেজম্যান্টের সঙ্গে বসবেন বলে জানিয়েছেন তিনি। দলকে পুরনো রূপে ফ??রাতে প্রয়োজন হলে নিজে সব কিছুর সঙ্গে আবারও জড়িত হবেন বলে আশ্বাস দিয়েছেন।
প্রয়োজন হলে কঠিন সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন বোর্ড প্রেসিডেন্ট। পাপন বলেন, `অবশ্যই। আগে এগুলো থেকে সরে আসতে চাচ্ছিলাম আপনাদের বলেছি যে দেখেন আমি গত দুই বছর ধরেই বলছি আমি আগের মত এসবে এখন জড়াইনা। কারণ আস্তে আস্তে এতদিনেতো ওদের শিখে যাওয়ার কথা। কিন্তু এখন মনে হচ্ছে, না আবার সবকিছুতে জড়ানো ছাড়া কোন উপায় নাই। হতেই হবে এবং কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে আমাদের।'
'পাকিস্তানে এটা খুবই দুঃখজনক। প্রকৃতপক্ষে গত বিশ্বকাপের পর যে কটা সিরিজ আমরা খেলেছি সেটা কোনভাবেই বাংলাদেশ জাতীয় দল আগে যেতা ছিল সেটার সাথে আমি কোনভাবে মেলাতে পারিনা। আমি ব্যক্তিগতভাবে বলছি তাদের মানসিকতা, আচরণ, খেলা কোন কিছুই আমার কাছে আগের মত মনে হয়না। এটা আলাদা এবং খুবই দুঃখজনক। এটা নিয়ে অবশ্যই বসে থাকবনা।'
জাতীয় দলের পারফরম্যান্স নিয়ে হতাশ হলেও অনূর্ধ্ব-১৯ দলের পারফর্মম্যান্সের সঙ্গে বিষয়টি মেলাতে চাননি নাজমুল হাসান। তিনি আরও বলেন, `কাজ তো করতেই হবে কিন্তু আমি বলছি যে ধারাবাহিক। শ্রীলঙ্কার সাথে দেখেন, আফগানিস্তানের সাথে দেখেন, ত্রিদেশীয় সিরিজ দেখেন, পাকিস্তান দেখেন একই কথা এমনকি ভারতের বিপক্ষেও। যত দিন যাচ্ছে উন্নতির কোন ছাপ নেই। এটা আমাদের বেশ ভাবার বিষয় অবশ্যই। কিন্তু অনূর্ধ্ব-১৯ দলের সাথে এটা আনতে চাইছিনা এখন।'