promotional_ad

আকবররা দেশে ফেরার পর যা করবে বিসিবি

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বুধবার দিন দেশে ফিরছে যুব বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন বাংলাদেশ। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ৮.২০ মিনিটের একটি ফ্লাইটে অবতরণ করবে আকবর আলীর দল। আকবরদের অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে উপস্থিত থাকবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
 
দক্ষিণ আফ্রিকায় সদ্য সমাপ্ত বিশ্বকাপে শিরোপা জিতেছে তৌহিদ হৃদয়- পারভেজ হোসেন ইমনরা। বিশ্বকাপ জয়ের একদিন পরই দেশের উদ্দেশে রওনা করবে তাঁরা। চ্যাম্পিয়ন যুবাদের ঘিরে আয়োজনের কোনো কমতি রাখবে না বিসিবি।


প্রথম দিনটি অবশ্য সাদামাটাভাবেই কাটাবেন যুবারা। বিমানবন্দর থেকে বিসিবি কার্যালয়ে যাবেন এবং সেখানকার একাডেমীতে সময় কাটাবেন। বিসিবি কর্তাদের সঙ্গে একসঙ্গে মধ্যাহ্নভোজ সারার পর যার যার মতো করে বেরিয়ে পড়বেন। বুধবার কোনো অনুষ্ঠান আয়োজন না করলেও পরে জমকালো অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা আছে বিসিবির।



promotional_ad

রবিবারের ফাইনালে বোলারদের অসাধারণ বোলিং পারফরম্যান্সে ভারতকে ১৭৭ রানে অলআউট করে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে তিনটি উইকেট নেন অভিষেক দাস। 


এরপর ওপেন করতে নেমে ৭৯ বলে ৪৭ রানের অসাধারণ একটি ইনিংস খেলেন ইমন। শুরুর দিকে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়লেও পরে দলের প্রয়োজনে আবারো মাঠে নামেন তিনি।


ইমন অবশ্য দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে পারেননি। গুরুদায়িত্ব পালন করেছেন অধিনায়ক আকবর আলী। ৭৭ বলে ৪৩* রান করে দলকে শিরোপা জেতান তিনি।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball