promotional_ad

যুবাদের জন্য জাতীয় দলের দরজা খোলাঃ আকরাম

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


যুব বিশ্বকাপ জেতা আকবর আলী- তৌহিদ হৃদয়দের নিয়ে স্বাভাবিকভাবেই দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যুব দলের কোনো ক্রিকেটারকে দেখা যেতে পারে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপেও!


তবে তার আগে কৌশলের উন্নতি করাসহ মানসিক এবং শারীরিকভাবে যুবাদের প্রমাণ করতে হবে। সোমবার গণমাধ্যমকে এই ব্যাপারে বলেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান আকরাম খান।



promotional_ad

আকরাম বলেন, 'অনূর্ধ্ব-১৯ দলে যারা খেলে আমরা ওদের জাতীয় দলের জন্য তৈরি করার চেষ্টা করি। এদের সুযোগ আছে। এরা যদি ভালো খেলতে পারে তাহলে এদের জন্য তো দরজা খোলা থাকবে।


আমার বিশ্বাস এই দলে যেহেতু অনেক ভালো মানের প্লেয়ার আছে, ওরা যদি নিজেকে সেভাবে তৈরি করতে পারে বা কৌশল, মানসিকভাবে এবং ফিটনেসের দিক দিয়ে যদি উন্নতি করে তাহলে কিন্তু এরাই হবে বাংলাদেশের ভবিষ্যৎ ক্রিকেটার। 


সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবালদের বয়সভিত্তিক ক্রিকেটের মাধ্যমেই খুঁজে পায় বিসিবি। সেই ধারায় মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, সাইফ হাসানদেরও খুঁজে পেয়েছে বিসিবি।



মূলত দেশের ক্রিকেটারদের সিংহভাগ অংশ এসেছে বয়সভিত্তিক দলগুলো থেকে। তবে পরিচর্যার অভাবে অনেকেই হারিয়ে গেছেন। বিশ্বকাপজয়ী ক্রিকেটারদের ব্যাপারে তাই বাড়তি মনোযোগী বিসিবি।  


আকরাম আরও বলেন, 'আমাদের অনূর্ধ্ব-১৯ এর মান যেমন থাকে, অন্য দলের অনূর্ধ্ব-১৯ এর মানও কিন্তু একই থাকে। কিন্তু চার পাঁচ বছরে কিন্তু ক্রিকেটাররা নিজেদের অনেক উপরের সারিতে নিয়ে যায়। যেটা ঘরোয়া কয়েকজন ক্রিকেটার করেছে। সাকিব করেছে, তামিম করেছে, মুশফিক করেছে। যারা অনূর্ধ্ব-১৯ থেকেই নিজেদের অনেক উন্নতি করেছে। 

মানসিকভাবে বা ফিটনেসের দিক দিয়ে বলেন। এই প্রচেষ্টা দুদিক দিয়ে আসতে হয়। আমাদের যে কাজটি আছে, ওদের এখন ভালো পরিকল্পনা দেয়া। ওদের ট্রেইনার, ফিজিও, কোচ বা সুবিধা কী দিচ্ছি সেটা দেখা। তারপর ওদেরকে ভালো ভালো উইকেটে খেলানো। বিদেশে ভালো দলের সাথে খেলানো। তার সঙ্গে ওদের?? কিন্তু অনেক বড় দায়িত্ব যে নিজেদের উন্নতি করা।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball